বোলপুর, ৭ মে : ISC পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ । এই পরীক্ষায় দেশের মধ্যে তৃতীয় স্থান দখল করল তিয়াস সাহু । বোলপুরের সেন্ট টেরেজ়া স্কুলের ছাত্র তিয়াস ৩৯৮ নম্বর পেয়েছে । তার এই রেজ়াল্টে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা ।
বোলপুরের সেন্ট টেরেজা স্কুলের ছাত্র তিয়াস । শান্তিনিকেতনে পশ্চিম গুরুপল্লির বাসিন্দা । বাবা গোকুল সাহু লাভপুর শম্ভুনাথ কলেজের অধ্যাপক । মা শতাব্দী মজুমদার তার স্কুলেরই শিক্ষিকা । বোলপুরের এই স্কুল থেকে মোট ৮৮ জন পরীক্ষা দেয়, তার মধ্যে ৮৬ জন উত্তীর্ণ হয়েছে ।
ভবিষ্যতে ইকোনমিকস নিয়ে পড়ার ইচ্ছে তার । ETV ভারতের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দিল সে ।
প্রশ্ন : এই যে তৃতীয় স্থান অধিকার করলে এর কৃতিত্ব তুমি কাকে দিতে চাও ?
উত্তর : বাবা, মা, স্কুলের শিক্ষিক-শিক্ষিকারা সবাই অনেক সাহায্য করেছেন ।
প্রশ্ন : সারাদিনের কতক্ষণ পড়াশোনা করতে ?