পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বীরভূমের মল্লারপুরে তৃণমূল ছেড়ে 1000 কর্মী, সমর্থকের BJP-তে যোগ

BJP-তে যোগ দিলেন 1000 তৃণমূল কর্মী ও সমর্থক । BJP-র জেলা সভাপতি রামকৃষ্ণ রায় উপস্থিতিতে তারা BJP-র দলীয় পতাকা হাতে নেয় ।

BJP-তে যোগ

By

Published : Jun 16, 2019, 9:00 PM IST

Updated : Jun 16, 2019, 11:52 PM IST

মল্লারপুর, 16 জুন : ফের অনুব্রত মণ্ডলের গড়ে দলবদল । আজ মল্লারপুরে প্রায় 1000 জন তৃণমূল কর্মী BJP-তে যোগদান করেন । জেলা BJP সভাপতি রামকৃষ্ণ রায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ।

গতকাল ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের ডাবুক পঞ্চায়েতের প্রধান কল্যাণী গোস্বামী ও উপপ্রধান পলাশ রজক সহ মোট 5 জন BJP-তে যোগদান করেন । আজ মল্লারপুরে BJP-তে যোগ দেন 1000 তৃণমূল কর্মী ও সমর্থক ।

BJP নেতৃত্বের দাবি, যে সংখ্যালঘু ভোটের ভরসায় এতদিন তৃণমূল রাজনীতি করেছে সেই সংখ্যালঘুরাই আজ BJP-তে যোগ দিয়েছে ।

BJP-তে যোগ দেওয়ার পর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ আমিরুল হক বলেন, "তৃণমূলের অপশাসনে নৈরাজ্য হয়েছে । কোনও জায়গায় সুষ্ঠুভাবে পরিচালনা করা যাচ্ছে না । আর এই সংখ্যালঘুকে নিয়ে দিদি যে খেলা খেলছে তার প্রতিবাদে BJP-তে জয়েন করেছি । মানুষ BJP-কে ভুল বুঝছে । মানুষকে ভুল বোঝানো হচ্ছে । BJP-র থেকে ভালো দল আর কিছু নেই । আমরা BJP-তে যোগ দিয়েছি যাতে সংখ্যালঘুরা সব ভালো করে বুঝতে পারে । আমাদের শিক্ষার হার কম । মানুষ বোঝে না । তাই তাদের বোঝাতে হবে ।"

Last Updated : Jun 16, 2019, 11:52 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details