পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে ভিখারিদের টিফিনের ব্যবস্থা

কোরোনা সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে লকডাউন । এই পরিস্থিতিতে ভিখারিদের আহারের সংস্থান করল এক অসরকারি সংগঠন ।

The Tiffin system of beggars
ভিখারিদের টিফিনের ব্যবস্থা স্বেচ্ছাসেবী সংস্থার

By

Published : Mar 27, 2020, 9:48 PM IST

রামপুরহাট, 27 মার্চ : পথ চলতে দেখা যায় এমন অনেকের যারা প্রতিবন্ধী, কর্মক্ষম, মানসিক ভারসাম্যহীন । থাকার জন্য চাল-চুলো তো দূরহস্ত, খাবারটাই যে জোটেনা রোজ । আস্তাকুঁড়েতে যদি মেলে । খিদের জ্বালা বড় জ্বালা, তা মেটাতে হাত পাততে হয় পথ চলতির কাছে । 2 টো পয়সা কেউ দেয়, আবার দেখেও না দেখার ভান করে চলে যায় অনেকে ।

কোরোনা আতঙ্কে রাজ্যে লকডাউন জারি হওয়ায় মানুষ গৃহবন্দী । না খেতে পেয়ে পথের ধারে পড়ে রয়েছে এমন অনেক ভিখারি । আর তাদের জন্যই এবার খাবারের বন্দোবস্ত করল দ্য হেল্পিং হ্যান্ড সংস্থা ।

রামপুরহাট স্টেশন চত্বরে প্রায় 80 জন ভিখারিকে সকালের খাবার সরবরাহ করার দায়িত্ব নিল দ্য হেল্পিং হ্যান্ড । খাদ্যসংকটে পড়া মানুষগুলোর পাশে এভাবেই দাঁড়াতে চান লকডাউনের সময়ে । স্বেচ্ছাসেবী সংস্থার এই কর্মযজ্ঞে সহায়তা করছে রামপুরহাট প্রশাসন ও সাংবাদিক । আজ থেকে মুড়ি ও ঘুঘনি বিতরণ করা শুরু হয় ।

দুস্থদের খাবার বিতরণের ক্ষেত্রে ধরা পড়ল সামাজিক দূরত্ব বজায় রাখার চিত্রটিও । রামপুরহাট স্টেশন চত্বরের বন্ধ দোকানের সামনে বসে কিংবা মাঠে পাত পেড়ে খেলেন তারা । রাজ্যের এক প্রান্তে রেশন সামগ্রী নিয়ে কালোবাজারি যেমন ধরা পড়ছে, তেমনি অপর প্রান্তে মানবতার নজির গড়ল এই স্বেচ্ছাসেবী সংস্থা ।

ABOUT THE AUTHOR

...view details