তারাপীঠ, 2 অক্টোবর : কোরোনা মোকাবিলায় স্বাভাবিক রেল পরিষেবা বন্ধ । চলছে শুধু স্পেশাল ট্রেন । স্বাভাবিক রেল পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় রামপুরহাট ও তারাপীঠ সংলগ্ন এলাকার বহু মানুষ । মন্দির খোলা থাকলেও ট্রেন বন্ধ থাকার কারণে ভক্তের সমাগম আগের তুলনায় অনেকটাই কম । ফলে রুজি-রুটিতে টান পড়ছে বহু মানুষের । এইসব কথা চিন্তা করেই রামপুরহাট-হাওড়া ও রামপুরহাট-শিয়ালদা রুটে কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর আবেদন জানিয়ে ইস্টার্ন রেলওয়েকে চিঠি দিতে চলেছে তারাপীঠ মন্দির কমিটি ।
তারাপীঠে যাওয়ার পথ হিসেবে কলকাতা থেকে আগত পুণ্যার্থীরা রামপুরহাট স্টেশনকেই ব্যবহার করে । রামপুরহাট থেকে তারাপীঠের দূরত্ব সাত কিলোমিটার । রামপুরহাট স্টেশনে নেমে অটোতে করে বেশিভাগ ভক্ত তারাপীঠে পৌঁছায় । প্রায় 600-র বেশি অটো রয়েছে এখানে । আড়াই হাজার মানুষের রুজি-রোজগার এর উপরই নির্ভরশীল । আপাতত পাঁচ মাস ধরে বন্ধ অটো । এদিকে তারাপীঠে প্রায় 500-র বেশি লজ আছে যা প্রায় ছয় মাস ধরে বন্ধ বলা চলে । এইসব কথা চিন্তা করেই তারাপীঠ মন্দির কমিটি রামপুরহাট-হাওড়া ও রামপুরহাট-শিয়ালদা রুটে কয়েকটি স্পেশাল ট্রেন চালুর আবেদন জানিয়ে ইস্টার্ন রেলওয়েকে চিঠি পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে ।