বোলপুর, 26 মে : বোলপুর ব্লাড ব্যাঙ্কে কোন গ্রুপের, কত পরিমাণ রক্ত মজুত রয়েছে তা কর্তৃপক্ষ জানাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এমনকী 20 মে-র পর থেকে সরকারি অ্যাপে আপডেট করা হয়নি কত পরিমাণ রক্ত মজুত আছে তার পরিসংখ্যান। আর এতেই সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয়রা। কেন সরকারি অ্যাপে রক্তের পরিসংখ্যান আপডেট করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে দীর্ঘ লকডাউন। আর এই লকডাউনের জেরে চতুর্দিকে দেখা দিয়েছে রক্তের সংকট। কারণ রক্তদান শিবিরের সংখ্যা কমে গেছে। জেলার মধ্যে বোলপুর, সিউড়ি ও রামপুরহাট তিন মহকুমা হাসপাতালে রয়েছে ব্লাড ব্যাঙ্ক। সিউড়ি ও রামপুরহাট মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট রয়েছে। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্ত একেবারেই মিলছে না। ডোনার নিয়ে গেলে তবেই দেওয়া হচ্ছে মজুত রক্ত। কিন্তু, বোলপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে কোন গ্রুপের, কত পরিমাণ রক্ত মজুত আছে তার পরিসংখ্যান জানাই যাচ্ছে না।