পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকারি অ্যাপে আপডেট হচ্ছে না বোলপুর ব্লাড ব্যাঙ্কে মজুত রক্তের পরিমাণ , উঠছে প্রশ্ন

20 মে-এর পর থেকে সরকারি অ্যাপে বোলপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে মজুত থাকা রক্তের পরিসংখ্যান আপডেট করা হয়নি। সমস্যায় পড়েছেন রোগী ও তাঁদের পরিজনরা।

Blood
Blood

By

Published : May 27, 2020, 4:16 PM IST

বোলপুর, 26 মে : বোলপুর ব্লাড ব্যাঙ্কে কোন গ্রুপের, কত পরিমাণ রক্ত মজুত রয়েছে তা কর্তৃপক্ষ জানাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এমনকী 20 মে-র পর থেকে সরকারি অ্যাপে আপডেট করা হয়নি কত পরিমাণ রক্ত মজুত আছে তার পরিসংখ্যান। আর এতেই সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয়রা। কেন সরকারি অ্যাপে রক্তের পরিসংখ্যান আপডেট করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে দীর্ঘ লকডাউন। আর এই লকডাউনের জেরে চতুর্দিকে দেখা দিয়েছে রক্তের সংকট। কারণ রক্তদান শিবিরের সংখ্যা কমে গেছে। জেলার মধ্যে বোলপুর, সিউড়ি ও রামপুরহাট তিন মহকুমা হাসপাতালে রয়েছে ব্লাড ব্যাঙ্ক। সিউড়ি ও রামপুরহাট মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট রয়েছে। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্ত একেবারেই মিলছে না। ডোনার নিয়ে গেলে তবেই দেওয়া হচ্ছে মজুত রক্ত। কিন্তু, বোলপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে কোন গ্রুপের, কত পরিমাণ রক্ত মজুত আছে তার পরিসংখ্যান জানাই যাচ্ছে না।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি অ্যাপ রয়েছে। যার নাম "জীবন শক্তি"। এই অ্যাপের মাধ্যমে জানা যায়, রাজ্যের কোন ব্লাড ব্যাঙ্কে কত পরিমাণ, কোন গ্রুপের রক্ত মজুত রয়েছে। প্রতিদিনের মজুত রক্ত গ্রুপ ভিত্তিক এই অ্যাপে আপডেট করা হয়। কিন্তু, 20 মে-র পর থেকে সরকারি অ্যাপে বোলপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে মজুত থাকা রক্তের পরিসংখ্যান আপডেট করা হয়নি। তাই স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হচ্ছে রোগীর আত্মীয়দের। পাশাপাশি প্রশ্ন উঠেছে, কেন মজুত থাকা রক্তের পরিমাণ সরকারি অ্যাপে আপডেট করা হচ্ছে না।

বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল হক বলেন, " প্রত্যেকদিন রক্তের পরিসংখ্যান বিষয়ক তথ্য আপলোড করাই নিয়ম রোগীদের সুবিধার্থে। কেন করছে না জানি না। এই বিষয়ে তদন্ত হওয়া জরুরি।" যদিও, এই প্রসঙ্গে মহকুমা শাসক অভ্র অধিকারী বলেন, "আমি বিষয়টি নিয়ে হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলে দেখছি। কেন আপডেট করা হয়নি তা খতিয়ে দেখা হবে।"

ABOUT THE AUTHOR

...view details