রামপুরহাট, 23 অগস্ট : করোনা পরিস্থিতির জেরে গত বছরের মতো এ বছরও কৌশিকী অমাবস্যায় বন্ধ থাকছে তারাপীঠ মন্দির । 17 অগস্ট বীরভূম প্রশাসন ও মা তারা মন্দির কমিটির একটি বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় । সোমবার এই বিষয়ে ঝাড়খণ্ডের দুমকা জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে বীরভূম জেলা পুলিশ । দুমকা জেলার শিকারিপাড়া থানার মৌলুটি গেস্ট হাউসে এই বৈঠক হয় । বীরভূম পুলিশের তরফ থেকে রামপুরহাট থানার এসডিপিও সায়ন আহমেদ এই মিটিংয়ে অংশগ্রহণ করেন ।
17 অগস্ট বীরভূম জেলা প্রশাসন ও তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, করোনার জন্য কৌশিকী অমাবস্যার সময় 3 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত মোট ছয়দিন পুণ্যার্থীদের জন্য মা তারার মন্দির বন্ধ রাখা হবে । শুধুমাত্র সেবাইতরা মা তারার নিত্য পুজো করবেন । এই দিনগুলিতে কোনও পুণ্যার্থীকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না ।
Tarapith Temple : কৌশিকী অমাবস্যায় বন্ধ তারাপীঠ মন্দির, ভক্তদের না আসার পরামর্শ প্রশাসনের - tarapith temple
করোনার জেরে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি ও প্রশাসন ৷ এবার ওই দিনগুলোতে অযথা ভিড় না করার জন্য প্রচার চালাবে প্রশাসন ৷
সোমবারের বৈঠকে পুজো ও দর্শনের জন্য ঝাড়খণ্ড এবং বিহার থেকে আগত তীর্থযাত্রী ও ভক্তদের এই সময়ের মধ্যে তারাপীঠ না আসার জন্য প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এদিনের বৈঠকে মন্দির বন্ধের সিদ্ধান্ত ছাড়াও নাকা চেকিং ও সীমান্ত অপরাধ সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয় । এমনকি দুই রাজ্যের সক্রিয় এবং পলাতক অপরাধীদের তালিকাও বিনিময় করা হয়েছে বলে জানান রামপুরহাট মহকুমার পুলিশ আধিকারিক সায়ন আহমেদ ।
আরও পড়ুন :রামপুরহাটে প্রতিবাদী সন্ন্যাসীর মুখে জোর করে মদ ঢালার অভিযোগ