সিউড়ি, 18 মার্চ : সারা দেশজুড়ে বন্ধ ধর্মীয় স্থান ৷ গতকাল বন্ধ হয়েছে ঐতিহ্যবাহী পাথরচাপুড়ির মেলা ৷ কিন্তু প্রশাসনের তরফে এখনও বন্ধ করা হল না তারাপীঠ মন্দির ।
দেশজুড়ে বন্ধ লোকসমাগম, তবুও বন্ধ হয়নি তারাপীঠ মন্দির
মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় জানান, " আজ সিউড়ি জেলাশাসক দপ্তরে প্রশাসনের তরফে একটি মিটিং ডাকা হয় । আমরা সেই মিটিংয়ে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত মেনে চলব । "
প্রশ্ন উঠছে যে, কেন তারাপীঠ মন্দিরে এখনও হাজার হাজার মানুষের জমায়েত হচ্ছে ৷ মন্দির চত্বরে আজ পর্যন্ত বহু মানুষের সমাগম দেখা গেল । যদিও দু'দিন ধরে ভক্তের ভিড় কমেছে ৷ তবুও দাবি উঠেছে, যাতে খুব শীঘ্র মন্দিরে জমায়েত বন্ধ করা হয় । শুধু ভক্তদের জমায়েত নয়, প্রতিদিন এক জায়গায় বসে ভোগ খাচ্ছে হাজার হাজার মানুষ । অথচ সরকারিভাবে সতর্কতা জারি করা হয়েছে, লোকজনের জমায়েত করা যাবে না ৷
মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় জানান, " আজ সিউড়ি জেলাশাসক দপ্তরে প্রশাসনের তরফে একটি মিটিং ডাকা হয় । আমরা সেই মিটিংয়ে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত মেনে চলব । " রামপুরহাটের একজন সমাজসেবী পার্থ প্রতিম গুহ বলেন, " পৃথিবীতে বড় বড় মন্দির মসজিদ বন্ধ, কিন্তু তারাপীঠ মন্দির বন্ধ হচ্ছে না । যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে জমায়েত বন্ধ করা উচিত । "