সিউড়ি (বীরভূম), 27 এপ্রিল: রামনবমীতে হাওড়া ও হুগলি-সহ রাজ্য়ের বেশ কয়েকটি জায়গায় গোলমালের ঘটনা ঘটে ৷ সেই নিয়ে এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর করা মামলার ভিত্তিতেই বৃহস্পতিবার ওই ঘটনাগুলির তদন্তভার এনআইএ-র হাতে তুলে দিয়েছে আদালত ৷ যা নিয়ে শুভেন্দুর প্রতিক্রিয়া, "এনআইএ তদন্ত হলে রামনবমীর মিছিলে ইট তো দূরের কথা, একটা তীর্যক মন্তব্য করতে পারবে না কেউ ।"
গত 23 এপ্রিল বীরভূমের সিউড়ি থানার পুরন্দপুরের বেহিরা কালী মন্দির সংলগ্ন এলাকায় এক সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ মৃতের নাম ছিল ভুবন মণ্ডল ৷ খুনের অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি ৷ এমনকি, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও টুইট করে খুনের তদন্ত চেয়েছিলেন ৷ বৃহস্পতিবার সেই নিয়ে সাধু-সন্ন্যাসীদের সঙ্গে মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানেই এনআইএ তদন্ত নিয়ে তিনি এই মন্তব্য করেন ৷
তিনি আরও বলেন, "কেন রাম নবমীর মিছিলে অশান্তি হবে ? কেন সনাতনীরা নিজেদের ধর্ম পালন করতে পারবে না ? তাই আমি মামলা করেছিলাম ৷ এনআইএ তদন্ত হলে এই রাজ্যে রামনবমীর মিছিলে ইট দূরের কথা একটা তীর্যক মন্তব্য করতে পারবে না কেউ ।’’ তিনি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের প্রশাসনের প্রসঙ্গ তোলেন ৷ সেখানে সব ধর্মের উৎসবই শান্তিপূর্ণভাবে পালন করা যায় বলে তিনি দাবি করেছেন ৷