রামপুরহাট, 19 অক্টোবর: ল্যাপারোস্কোপি পদ্ধতি হল ক্যামেরা ও ভিডিয়োগ্রাফির মাধ্যমে শল্যচিকিৎসার এক অত্যাধুনিক ও উন্নতমানের কৌশল। সেই ল্যাপারোস্কোপি পদ্ধতিতে প্রায় 7 ঘণ্টার সফল অস্ত্রোপচার করে দৃষ্টান্ত তৈরি করল রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Rapurhat Medical College) চিকিৎসকরা ৷ ক্যানসার আক্রান্ত এক রোগীর পায়ুনালী কেটে বাদ দিয়ে, নতুন করে পায়ুদ্বার তৈরি করল সার্জিকাল চিকিৎসকদের একটি দল (Operation of A Cancer Patient by Laparoscopy) ৷
বীরভূমের মাড়গ্রাম থানার ভোল্লা ক্যানেল মোড় এলাকার বাসিন্দা অম্বিয়া বিবির গত 6 মাস ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন ৷ গত মাস দু’য়েক আগে রক্তক্ষরণ শুরু হয় পায়ুদ্বার থেকে ৷ এরপরেই দুঃশ্চিন্তায় পড়ে যায় পরিবার ৷ চিকিৎসক জানান বড় ধরনের একটি অস্ত্রোপচার করাতে হবে ৷ খরচ কয়েক লক্ষ টাকা ৷ তারপর স্বামী সবুল শেখ তাঁকে ভর্তি করান রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ সেখানেই মঙ্গলবার বেলা 11টা থেকে শুরু হয় ল্যাপারোস্কোপি পদ্ধতিতে অস্ত্রোপচার ৷ প্রায় 7 ঘণ্টা অস্ত্রোপচারের পর সফল হন রামপুরহাট মেডিক্যাল কলেজের চিকিৎসকরা ৷
ল্যাপারোস্কোপিতে পায়ুদ্বারের ক্যানসারের সফল অস্ত্রোপচার রামপুরহাট মেডিক্যালে চিকিৎসক সাদাক্কাশ আলি বলেন, ‘‘অম্বিয়া বিবি নামে এক মহিলার মলদ্বারে ক্যানসার হয়েছে ৷ আগে এই অস্ত্রোপচারটা পেট কেটে করতে হত ৷ ফলে রোগীর অনেক শাররীক ক্ষতি হয় ৷ আমরা ল্যাপারোস্কোপি পদ্ধতিতে এই অস্ত্রোপচারটা করেছি ৷ আমাদের রাজ্যে ল্যাপারোস্কোপি পদ্ধতি, যাকে মাইক্রো সার্জারি বলি, এই পদ্ধতি মেনে এত বড় অস্ত্রোপচার কোথাও হয়েছে বলে জানা নেই ৷ আমরা খুবই খুশি যে, এত আধুনিক পদ্ধতিতে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে এটা করতে পেরেছি ৷ রোগী এখন সুস্থ আছেন ৷ আমরা অপারেশনের একদিন পরেই তাঁকে খাবার দিতে পেরেছি ৷ যা একমাত্র ল্যাপারোস্কোপি পদ্ধতিতে অস্ত্রোপচারেই সম্ভব ৷’’
আরও পড়ুন:প্রোটিন জমে শ্বাসকষ্ট, সুস্থ করতে ধোয়া হল ফুসফুস; ফের নজির গড়ল এসএসকেএম
অম্বিয়া বিবির স্বামী সুবল শেখ বলেন, ‘‘চাষবাস করে সংসার চলে ৷ এত টাকা খরচের অস্ত্রোপচার এখানকার চিকিৎসকরা করে দিলেন ৷ আমি খুবই খুশি ৷’’ মেডিক্যাল কলেজের সহকারী-অধ্যাপক চিকিৎসক সাদাক্কাশ আলি, চিকিৎসক অভিষেক ঘোষ (সার্জিকাল ডিপার্টমেন্ট), চিকিৎসক সফিউল্লা শেখ এবং চিকিৎসক অনিমেষ চক্রবর্তী (অ্যানেসথেশিয়া বিভাগ)-সহ মোট 12 জনের একটি দল এই অস্ত্রোপচার করে ৷