শান্তিনিকেতন, ১২ মার্চ: বাবা মোবাইল কিনে দেননি। তাই নিজের বাড়িতে চুরি করল এক কিশোর। আর তা ঢাকতে বাড়িতে চুরির গল্প ফাঁদল। ঘটনাটি শান্তিনিকেতন থানার অন্তর্গত বিনয়পল্লির। পরে অবশ্য পুলিশ এলে ফাঁস হয় কিশোরের গল্প।
বাড়িতে চুরি হয়েছে, মোবাইল কিনতে গল্প ফাঁদল কিশোর - bolpur
বিনয়পল্লির বাসিন্দা ওই কিশোর ক্লাস এইটে পড়ে। দীর্ঘ দিন ধরে বাবার কাছে স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য আবদার করছিল। কিন্তু, তার বাবা তা কিনে দেননি। তাই মোবাইল না পেয়ে নিজের বাড়িতেই চুরির ছক কষে সে।
বিনয়পল্লির বাসিন্দা ওই কিশোর ক্লাস এইটে পড়ে। দীর্ঘ দিন ধরে বাবার কাছে স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য আবদার করছিল। কিন্তু, তার বাবা তা কিনে দেননি। তাই মোবাইল না পেয়ে নিজের বাড়িতেই চুরির ছক কষে সে।
গতকাল ওই কিশোরের বাড়িতে কেউ ছিল না। তার বাবা অফিসে ছিলেন। আর মা বাজারে গেছিলেন। ওই কিশোর বলে, সেইসময় এক দুষ্কৃতী বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে রাখা ধারালো কাস্তে নিয়ে তার উপর চড়াও হয়। ঘরের সমস্ত জিনিসপত্র ছুড়ে ফেলে। আলমারি খুলে টাকা নিতে গেলে সে বাধা দেয়। তখন ওই দুষ্কৃতী তাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। তারপর দু'জনের ধস্তাধস্তি হয়। শেষমেশ সোনার গয়না ফেলে রেখে শুধু ১০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। বাবা, মা বাড়ি ফিরলে এই গল্প শোনায় ওই কিশোর।
খবর পেয়ে ঘটনাস্থানে আসে শান্তিনিকেতন থানার পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, কোনও দুষ্কৃতী হামলা হয়নি। মোবাইল কেনার জন্য টাকা হাতাতেই চুরির গল্প ফেঁদেছিল কিশোর। এরপর সেই টাকা উদ্ধার করে পুলিশ। এই নিয়ে কিছু বলতে চাইছে না পরিবারের লোকজন।