পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vande Bharat Express: আটদিনে তৃতীয়বার আক্রান্ত বন্দে ভারত, মালদা ঢোকার আগে ট্রেন লক্ষ্য করে ছোড়া হল ইট - বঙ্গে তৃতীয়বার আক্রান্ত বন্দে ভারত

রবিবার বঙ্গে ফের আক্রান্ত হল বন্দে ভারত ৷ এদিন বারসুই স্টেশন পার হয়ে মালদা ঢোকার আগে ডাউন বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে উড়ে এল ঢিল (Stone pelted at Vande Bharat once again near Malda) ৷ জানা গিয়েছে, এদিন ডাউন ট্রেনটির সি-11 কামরা লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। ঘটনায় আতঙ্কিত যাত্রীরা ৷

Etv Bharat
বঙ্গে তৃতীয়বার আক্রান্ত বন্দে ভারত

By

Published : Jan 8, 2023, 8:59 PM IST

Updated : Jan 9, 2023, 2:49 PM IST

আটদিনে তৃতীয়বার আক্রান্ত বন্দে ভারত

বোলপুর, 8 জানুয়ারি: বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা কিছুতেই মসৃণ হচ্ছে না ৷ উদ্বোধনের পর প্রথম দু'দিনের মধ্যেই দু'বার আক্রান্ত হয়েছিল পূর্ব ভারতের প্রথম সেমি হাইস্পিড ট্রেন ৷ রবিবার আটদিনের মধ্যে তৃতীয়বার আক্রান্ত হল বন্দে ভারত ৷ এদিন বিহারের বারসুই স্টেশন পার হয়ে মালদা ঢোকার আগে ডাউন বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে উড়ে এল ঢিল (Stone pelted at Vande Bharat once again near Malda) ৷ জানা গিয়েছে, এদিন বিকেল পাঁচটা নাগাদ ডাউন ট্রেনটির সি-11 কামরা লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।

ঘটনায় আতঙ্কিত যাত্রীরা ৷ পাশাপাশি এদিন আরও জোরালো হল সেমি হাইস্পিড ট্রেনটির সুরক্ষা সংক্রান্ত প্রশ্ন ৷ রেল সূত্রে জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনটি মালদা স্টেশনে ঢোকার কিছু আগে সি-11 কামরার 57 নম্বর সিট লক্ষ্য করে উড়ে আসে ঢিলটি ৷ জানালার কাঁচ ভাঙা বা ওই ক্ষতের কোনও ঘটনা ঘটেনি । তবে কীভাবে এই ঘটনাটি ঘটল তা জানতে রেল পুলিশ এবং রেল কর্মীরা যাত্রীদের সঙ্গে কথা বলেন ৷ রেলের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ঢিল ছোঁড়ার ছবি ধরা পড়ল কি না সেটা খতিয়ে দেখে তদন্ত শুরু করা হবে ৷ এর আগেও পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল পড়ার ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন:বাংলা নয়, বিহার থেকে পাথর ছোড়া হয় বন্দে ভারতে, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

এর আগে বঙ্গে পথচলার শুরুতেই হোঁচট খায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের এই প্রজেক্ট ৷ দ্বিতীয়দিন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কুমারগঞ্জ স্টেশনের কাছে ডাউন ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় ৷ ঘটনায় এক্সপ্রেস ট্রেনটির সি-13 কামরার কাঁচ ভাঙলেও আহত হননি কোনও যাত্রী ৷ প্রশ্ন উঠে যায় বন্দে ভারতের নিরাপত্তা নিয়ে ৷ ঘটনায় নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সামসি স্টেশনে অভিযোগ দায়ের করা হয় ৷

ঠিক তার পরদিনই দুষ্কৃতী হামলার কবলে পড়ে সেমি হাইস্পিড ট্রেনটি ৷ এনজেপি ছাড়তেই বন্দে ভারত লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছোড়া বলে অভিযোগ ৷ ঘটনায় ট্রেনটির সি-3 এবং সি-6 কামরায় ফাটল ধরে ৷ প্রথমে বিভিন্ন সূত্র দাবি করে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গে । কিন্ত পরে রেলের তরফে জারি করে সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় ঢিল ছোঁড়া হয়েছে বিহারের একটি এলাকা থেকে লাগাতার এই ঘটনায় স্বভাবতই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

রাজ্যের শাসকদল রাজ্যের অগ্রগতির পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, অভিযোগ করা হয় বিরোধীদের তরফে ৷ পালটা তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে, এই ঘটনা নেহাতই রাজ্যের শাসকদলকে বদনামের চেষ্টা ৷ পাথর ছোড়ার ঘটনার আগে প্রথমদিন বন্দে ভারতের খাবারের মান নিয়েও প্রশ্ন তুলেছিল যাত্রীদের একাংশ ৷

Last Updated : Jan 9, 2023, 2:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details