নানুর, 30 মে : সাপ খেলা দেখানো দণ্ডনীয় অপরাধ । তাই বহু আগে থেকেই রুজি-রুটিতে টান পড়েছে । লকডাউনে কার্যত অনাহারে দিন কাটছে নানুরের বাগপাড়া গ্রামের । এই পুরো গ্রামটি সাপুড়েদের গ্রাম হিসেবে পরিচিত । 250 থেকে 270 জন মানুষের পেশা হল সাপ খেলা দেখানো । তাঁদের দাবি, আইনি পদ্ধতিতে সাপের বিষ সংগ্রহ করার অনুমতি দেওয়া হোক । যা কাজে লাগবে চিকিৎসাবিজ্ঞানে । এছাড়া, গবেষণার জন্য সর্পখামার তৈরি করা হোক । যদিও, রাজ্যে সর্প গবেষণাকেন্দ্র তৈরির পরিকল্পনা বিশবাঁও জলে ।
নানুর থানার বড়া-সাঁওতা গ্রাম পঞ্চায়েতের বাগপাড়া গ্রাম । এই গ্রামে প্রায় 250 থেকে 270 জন মানুষ সাপ খেলা দেখিয়ে জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন । ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সাপ খেলা দেখানো দণ্ডনীয় অপরাধ । তাই বহু আগেই কোপ পড়েছে রুজিরুটিতে । শহরের দিকে সাপ খেলা দেখাতে গেলে বনদপ্তরের কর্মী-আধিকারিকরা পাকড়াও করেন সাপুড়েদের । শহরাঞ্চলে না গেলেও গ্রামে গ্রামে ঘুরে লুকিয়ে সাপ খেলা দেখিয়ে কোনও রকমে জীবনযাপন করছিলেন গ্রামের মানুষজন । লকডাউনে তাতেও কোপ পড়ল ।
ছোট্ট একটি গ্রাম । প্রতিটি বাড়িতেই রয়েছে বিভিন্ন ধরনের সাপ । চিরাচরিত গোবর মাখানো বেতের গোল গোল ঝুড়ির মধ্যে সাপ নিয়ে গ্রামে গ্রামে গিয়ে খেলা দেখান তাঁরা । খেলা দেখিয়ে মেলে খুচরো কিছু পয়সা সঙ্গে চাল-আলু প্রভৃতি সামগ্রী । যা দিয়ে দিন কাটে তাঁদের । সাপুড়েদের কাছ থেকে জানা গিয়েছে, গ্রামের বিভিন্ন ঝোপঝাড়, ধান জমি, ফাঁকা মাঠ, পুকুরপাড় প্রভৃতি জায়গা থেকে সাপ ধরেন তাঁরা । গোখরো, জলঢোঁড়া, চন্দ্রবোড়া, বালি বোড়া, চিতি, কালচিতি, শাখামুটি, সাদা গোখরো প্রভৃতি সাপের সংখ্যা সবথেকে বেশি । এদের মধ্যে সাদা গোখরো, চিতি ও চন্দ্রবোড়া সাপের বিষ সবথেকে বেশি । যদিও, বিষদাঁত ভেঙেই এই সাপগুলিকে নিয়ে খেলা দেখান সাপুড়েরা ।
তাঁদের দাবি, সাপ খেলা দেখানো আইনত অপরাধ । কিন্তু সাপের বিষ চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক ভাবে কাজে লাগে । সাপের বিষ থেকে বিভিন্ন অ্যান্টিভেনাম, সিরাম প্রভৃতি তৈরি হয় । তাই একটি সর্প গবেষণাকেন্দ্র বা সর্পখামার নির্মাণ করা হোক । সাপুড়েদের কাছ থেকে সরকার সাপের বিষ সংগ্রহ করুক । এতে একদিকে যেমন চিকিৎসাবিজ্ঞান অগ্রগতি হবে, অন্যদিকে জীবন-জীবিকা নির্বাহ করতে পারবেন সাপুড়েরা ।