রামপুরহাট, 19 ফেব্রুয়ারি: "2024 সালের লোকসভা ভোটে কেন্দ্রে গেম চেঞ্জার হবেন বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার মমতা বন্দ্যোপাধ্যায় ।" রবিবার রামপুরহাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা । এদিন রামপুরহাট সেচ পল্লী মোড় থেকে রামপুরহাট পাঁচ মাথা মোড় পর্যন্ত পদযাত্রা ও তারপর সমাবেশে যোগ দেন শত্রুঘ্ন (TMC MP Shatrughan Sinha) ৷ উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মলয় ঘটক, রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দনাথ সিনহা-সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব ।
গত শুক্রবার রামপুরহাটে একটি পদযাত্রা করেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র । তারই পালটা এদিন তৃণমূলের এই কর্মসূচি ৷ যদিও এই পদয়াত্রার সময় সাংসদ গাড়িতে বসেছিলেন । এদিন রামপুরহাটে পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্ব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাত নেন শত্রুঘ্ন সিনহা । তিনি বলেন,"সাংসদে বলেছি আবারও বলছি, একজন ব্যবসায়ীকে গ্যাস, এনার্জি, পাইপলাইন থেকে বন্দর, এয়ারপোর্ট, প্রতিটা জিনিস কেন কেন্দ্রীয় সরকার দিয়ে দিল । সাধারণ মানুষকে তা জানাতে হবে ।"