পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্ববাজারে শান্তিনিকেতনের কুটির শিল্পের চাহিদা তুঙ্গে - কুটির শিল্প

চর্মশিল্প ছাড়াও কাঁথাস্টিচ, ডোকরা প্রভৃতি শিল্পসামগ্রী বিক্রি হয় শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, কোপাই নদীর তীরে গোয়ালপাড়া, আমারকুটির প্রভৃতি এলাকায় । ভারতের বাইরেও রপ্তানি করা হচ্ছে এইসব সামগ্রী ।

শান্তিনিকেতন

By

Published : Jan 7, 2020, 11:43 PM IST

Updated : Jan 11, 2020, 8:41 PM IST

শান্তিনিকেতন , 7 জানুয়ারি : শান্তিনিকেতনের কুটিরশিল্প । সারা রাজ্য তথা দেশের বিভিন্ন অংশে এই শিল্পের চাহিদা বিশাল । চর্মশিল্প এখানে প্রধান । তা ছাড়াও কাঁথাস্টিচ, ফলের বীজ দিয়ে তৈরি বিভিন্ন গহনা এখানকার মূল কুটির শিল্পের মধ্যে অন্যতম ।

কাঁথাস্টিচের শাড়ি

বর্তমান যুগ এখন অনেক বেশি প্রযুক্তিনির্ভর । চালু হয়েছে বিভিন্ন অ্যাপ । এই অ্যাপগুলির মাধ্যমে বাড়ছে বিক্রি । কিন্তু তার মধ্যেও শান্তিনিকেতনের কুটির শিল্পের চাহিদা কোনও অংশেই কমেনি । শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, কোপাই নদীর তীরে গোয়ালপাড়া, আমারকুটির প্রভৃতি জায়গায় বিক্রি হয় হস্তশিল্প সামগ্রী । শান্তিনিকেতনে ঘুরতে আসলেই পর্যটকরা ভিড় করে এই স্থানগুলিতে । এখানে শিল্পীদের তৈরি কাঁথাস্টিচের শাড়ি, ব্যাগ, যেমন পাওয়া যায় তেমনি ফলের বীজ দিয়ে তৈরি গহনা,ডোকরাও পাওয়া যায় । ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, ভূটান, জাপান, মায়ানমার প্রভৃতি জায়গায় রপ্তানি করা হয় শিল্প সামগ্রীগুলি । ইউরোপের দেশগুলিতেও এর কদর কম নয় ।

হাতে তৈরি গহনা

প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ শান্তিনিকেতনের কুটির শিল্পের উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করে । এখানকার ব্যবসায়ীদের দাবি শান্তিনিকেতন বলেই শিল্প সামগ্রীর চাহিদা বেশি । অনলাইনে পাওয়া গেলেও শান্তিনিকেতনের শিল্পীদের হাতের তৈরি সামগ্রীর চাহিদা অনেক বেশি । এমনটাই মনে করছেন এখানকার শিল্পীরা । বহু জায়গায় কুটির শিল্প রয়েছে কিন্তু শান্তিনিকেতনের মতো চাহিদা আর কোথাও নেই ।

ভিডিয়োয় দেখুন
Last Updated : Jan 11, 2020, 8:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details