অভিযোগ-পালটা অভিযোগের তদন্তে উপাচার্যের দপ্তরে শান্তিনিকেতন থানার পুলিশ - Bisva bharati incident
পৌষমেলার দোকান তোলার সময় যে গন্ডগোলের সৃষ্টি হয় তার প্রেক্ষিতে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বোলপুর ব্যবসায়ী সমিতি ।
শান্তিনিকেতন, 12 সেপ্টেম্বর : বিশ্বভারতীর বিভিন্ন ঘটনার তদন্তে আজ কেন্দ্রীয় কার্যালয়ে আসে শান্তিনিকেতন থানার পুলিশ । দীর্ঘক্ষণ উপাচার্যের সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসারেরা । প্রসঙ্গত, বিশ্বভারতীর নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রক।
পৌষমেলার দোকান তোলার সময় যে গন্ডগোলের সৃষ্টি হয় তার প্রেক্ষিতে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বোলপুর ব্যবসায়ী সমিতি । বিশ্বভারতীর তরফেও অভিযোগ দায়ের করা হয় । এছাড়া পৌষমেলার মাঠে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে তাণ্ডবলীলা চলে । বিশ্বভারতীর তরফে সে কারণেও শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয় । অন্যদিকে, প্রাচীর বিবাদের সময়ে উপাচার্যের নেতৃত্বে কর্মী, আধিকারিক, অধ্যাপকদের নিয়ে মিছিল করা হয় । কোরোনার মধ্যে মিছিল করা নিয়ে উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় শান্তিনিকেতন থানায় ।