পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভিযোগ-পালটা অভিযোগের তদন্তে উপাচার্যের দপ্তরে শান্তিনিকেতন থানার পুলিশ - Bisva bharati incident

পৌষমেলার দোকান তোলার সময় যে গন্ডগোলের সৃষ্টি হয় তার প্রেক্ষিতে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বোলপুর ব্যবসায়ী সমিতি ।

Police
Police

By

Published : Sep 12, 2020, 7:01 PM IST

Updated : Sep 12, 2020, 8:04 PM IST

শান্তিনিকেতন, 12 সেপ্টেম্বর : বিশ্বভারতীর বিভিন্ন ঘটনার তদন্তে আজ কেন্দ্রীয় কার্যালয়ে আসে শান্তিনিকেতন থানার পুলিশ । দীর্ঘক্ষণ উপাচার্যের সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসারেরা । প্রসঙ্গত, বিশ্বভারতীর নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রক।

পৌষমেলার দোকান তোলার সময় যে গন্ডগোলের সৃষ্টি হয় তার প্রেক্ষিতে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বোলপুর ব্যবসায়ী সমিতি । বিশ্বভারতীর তরফেও অভিযোগ দায়ের করা হয় । এছাড়া পৌষমেলার মাঠে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে তাণ্ডবলীলা চলে । বিশ্বভারতীর তরফে সে কারণেও শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয় । অন্যদিকে, প্রাচীর বিবাদের সময়ে উপাচার্যের নেতৃত্বে কর্মী, আধিকারিক, অধ্যাপকদের নিয়ে মিছিল করা হয় । কোরোনার মধ্যে মিছিল করা নিয়ে উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় শান্তিনিকেতন থানায় ।

উপাচার্যের দপ্তরে শান্তিনিকেতন থানার পুলিশ
এই সকল অভিযোগ, পালটা অভিযোগের ঘটনায় আজ বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে তদন্তে আসে শান্তিনিকেতন থানার পুলিশ । দুপুরে শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় ও বোলপুর সার্কেল ইন্সপেক্টর কল্যাণ মিত্রের নেতৃত্বে পুলিশ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে দেখা করে । প্রায় এক ঘণ্টা কথা বলার পর বেরিয়ে আসেন পুলিশ অফিসাররা ।কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্য সচিবকে একটি চিঠি দেওয়া হয়েছে । বিশ্বভারতীর নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে । এরপরে পরেই কি পুলিশ অফিসারেরা তদন্তে নেমেছে ? এই বিষয়ে জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "বিশ্বভারতীকেন্দ্রিক যে সমস্ত অভিযোগ, পালটা অভিযোগ রয়েছে তারই তদন্তে আজ পুলিশ গিয়েছিল।"
Last Updated : Sep 12, 2020, 8:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details