শান্তিনিকেতন, 2 জানুয়ারি : 288 জন চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীকে ছাঁটাই করার চিন্তাভাবনা চলছে ৷ এই অভিযোগ তুলে বিশ্বভারতী নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিককে আজ ঘেরাও করে বিক্ষোভ দেখালেন প্রায় 200 জন নিরাপত্তারক্ষী । সকাল 11টায় বিশ্বভারতীতে কাজে আসার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিকের গাড়ি শান্তিনিকেতন রাস্তায় ঘেরাও করেন আন্দোলনকারীরা ৷ প্রায় দুই ঘণ্টা ধরে চলে বিক্ষোভ ৷
বর্তমানে বিশ্বভারতীর নিরাপত্তার দায়িত্বে আছে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা। জানা গিয়েছে, এইবছর নতুন একটি সংস্থা বিশ্বভারতীর নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে। তারপরই বর্তমান সংস্থার প্রায় 288 জন নিরাপত্তারক্ষীকে ছাঁটাই করে চিন্তাভাবনা চলছে বলে অভিযোগ। সেই অভিযোগে আজ সকালে বিশ্বভারতীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক সব্যসাচী দাশগুপ্তকে ঘেরাও করে বিক্ষোভ দেখান নিরাপত্তারক্ষীরা । তাঁদের অভিযোগ, নতুন ওই নিরাপত্তা সংস্থা টাকার বিনিময়ে নিরাপত্তারক্ষীদের নিয়োগ করছে ৷