পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্বভারতীর আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ নিরাপত্তারক্ষীদের - santiniketan

বর্তমানে বিশ্বভারতীর নিরাপত্তার দায়িত্বে আছে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা। জানা গিয়েছে, এইবছর নতুন একটি সংস্থা বিশ্বভারতীর নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে। তারপরই বর্তমান সংস্থার প্রায় 288 জন নিরাপত্তারক্ষীকে ছাঁটাই করে চিন্তাভাবনা চলছে বলে অভিযোগ।

বিশ্বভারতী
বিশ্বভারতী

By

Published : Jan 2, 2021, 5:02 PM IST

শান্তিনিকেতন, 2 জানুয়ারি : 288 জন চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীকে ছাঁটাই করার চিন্তাভাবনা চলছে ৷ এই অভিযোগ তুলে বিশ্বভারতী নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিককে আজ ঘেরাও করে বিক্ষোভ দেখালেন প্রায় 200 জন নিরাপত্তারক্ষী । সকাল 11টায় বিশ্বভারতীতে কাজে আসার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিকের গাড়ি শান্তিনিকেতন রাস্তায় ঘেরাও করেন আন্দোলনকারীরা ৷ প্রায় দুই ঘণ্টা ধরে চলে বিক্ষোভ ৷

বর্তমানে বিশ্বভারতীর নিরাপত্তার দায়িত্বে আছে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা। জানা গিয়েছে, এইবছর নতুন একটি সংস্থা বিশ্বভারতীর নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে। তারপরই বর্তমান সংস্থার প্রায় 288 জন নিরাপত্তারক্ষীকে ছাঁটাই করে চিন্তাভাবনা চলছে বলে অভিযোগ। সেই অভিযোগে আজ সকালে বিশ্বভারতীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক সব্যসাচী দাশগুপ্তকে ঘেরাও করে বিক্ষোভ দেখান নিরাপত্তারক্ষীরা । তাঁদের অভিযোগ, নতুন ওই নিরাপত্তা সংস্থা টাকার বিনিময়ে নিরাপত্তারক্ষীদের নিয়োগ করছে ৷

আরও পড়ুন : রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় তৈরি মহিলা সমিতির ঘর বন্ধ করে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ

বিক্ষোভকারী এক নিরাপত্তারক্ষী নারায়ণচন্দ্র সরকার বলেন, "আমাদের ছাঁটাই করার ষড়যন্ত্র চলছে ৷ আমরা চাই না কেউ কাজ হারাক ৷ টাকার বিনিময়ে অন্য নিরাপত্তারক্ষীদের নিয়োগ করার চক্রান্ত করছে বিশ্বভরতীর নিরাপত্তা বিভাগের দায়িত্ব থাকা একাংশ আধিকারিক ৷" অপর এক নিরাপত্তারক্ষী উত্তর ঘোষ বলেন, "দীর্ঘদিন ধরে আমরাই বিশ্বভারতীর নিরাপত্তার দায়িত্বে রয়েছি ৷ আগে কোনও দিন ছাঁটাইয়ের কোনও প্রশ্ন ওঠেনি ৷ হঠাৎ আমাদের কাজ ছিনিয়ে নেওয়ার চক্রান্ত চলছে ৷ এই ঘটনার প্রতিবাদে আমাদের আজকের বিক্ষোভ ৷ আজ দুই ঘণ্টা করেছি ৷" তবে, আগামীদিনে এই সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details