নলহাটি, 23 এপ্রিল : "আপনাদের MP-র (শতাব্দী রায়) বাড়িতে যিনি কাজ করেন, তাঁদের সঙ্গে কথা বলেন না শতাব্দী । তাঁর বাড়িতে যিনি রেঁধে দেন, ঘর মুছে দেন, তাঁর সঙ্গেও কথা বলেন না । তাঁরা আমার সঙ্গে দেখা করে গেছে ।" প্রচারে এসে এমনই বক্তব্য রাখলেন BJP-র নেত্রী রূপা গাঙ্গুলি।
আজ বিকেলে বীরভূম লোকসভা কেন্দ্রের নলহাটি থানার শিতলগ্রামের BJP প্রার্থী দুধকুমার মণ্ডলের ভোট প্রচারে আসেন তিনি । ভোটারদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই প্রায় ধমক দিয়ে সাংবাদিক ও নির্বাচন কমিশনের ক্যামেরা বন্ধ করতে বলেন । তারপর এমনই মন্তব্য করেন তিনি ।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় বলেন, "রুচিহীন কথা বলেছেন উনি । আমার বাড়িতে যারা কাজ করে তাদের সঙ্গে কথা বললেই বোঝা যাবে তারা আমার বাড়ির সদস্য । তাদের সঙ্গে আমার ব্যবহার কেমন । আমি এই বিষয়ে তেমন কিছু বলব না । বললে তাঁকে গুরুত্ব দেওয়া হবে ।"
আজ প্রচারে এসে রূপা গাঙ্গুলি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "শতাব্দী রায় এতদিন পযর্ন্ত দুটো প্রশ্ন করেছেন পার্লামেন্টে । পার্লামেন্টে 73 শতাংশ ওনার অ্যাটেনন্ডেস । উনি শুধু বলেন এখানকার DM আমার টাকা আটকেছেন । আমি দু'বছর ধরে দেড়লাখ টাকা দিয়ে রেখেছি । একটা কল বানাতে দিচ্ছে না । তিনি তো এইসব কথা বীরভূমের DM-কে বলবেন । কেন কাজ আটকে রেখেছেন ? তা তিনি বলেননি ।"
রূপা গাঙ্গুলি বলেন, "যে সব জায়গায় ইতিমধ্যেই নির্বাচন হয়ে গেছে সেখানে আমরা জানি BJP ভালো ফল করবে । এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষা বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা এখনও পর্যন্ত ভোট রিগিং করে । তার মানে তৃণমূল BJP-কে ভয় পাচ্ছে । মানুষ বুঝে গেছে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল, কংগ্রেস, CPI(M) না গেলে পশ্চিমবঙ্গের উন্নতি হবে না । তাই তৃণমূলেরও অনেক মানুষ চাইছেন BJP জিতুক ।"
আজকের তৃতীয় দফার ভোটে বেশকিছু বুথে BJP-কে মারধর করা হয়েছে, বুথ থেকে বের করে দেওয়া হয়েছে । সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রূপা গাঙ্গুলি বলেন, "এটা খুবুই ন্যক্কারজনক ঘটনা । আমার প্রশ্ন যখন তৃণমূল সরকার এসেছিল তখন ওরা একটা স্লোগান তুলে ছিল, বদলা নয়, বদল চাই। তাহলে ওরা কেন বদলাটাকে থামাতে পারল না । আজকে ডিজিটাল ইন্ডিয়ার যুগে মানুষ সবকিছু দেখতে পায় । তাই মানুষকে মানুষের মতো বুদ্ধি করে চলতে দেওয়া উচিত । মানুষের যাকে পছন্দ হবে তাকেই ভোট দিক । এইভাবে মারপিঠ করে কিছু হবে না ।"
তিনি আরও বলেন, "সব মানুষই রাজনীতি নোংরামির জন্য করে না । মানুষ অনেক স্বপ্ন দেখে রাজনীতি করতে আসে । 100টার মধ্যে 4টে পচা থাকবেই । তারজন্য আপনি বাকি 96 শতাংশকে দোষ দিতে পারেন না ।"