পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টোটো চালিয়ে ভোটের প্রচারে শতাব্দী - mamata banerjee

ভাঁড়শালা পাড়ার দিঘিপাড় এলাকায় টোটো চালিয়ে ভোটের প্রচার করলেন শতাব্দী রায়।

টোটোয় শতাব্দী রায়

By

Published : Mar 27, 2019, 2:10 PM IST

Updated : Mar 27, 2019, 3:13 PM IST

রামপুরহাট, 27 মার্চ : টোটো চালিয়ে রামপুরহাটে প্রচারে নামলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়। রামপুরহাটের ভাঁড়শালা পাড়ায় তারকা প্রার্থীকে টোটো চালাতে দেখে আজ প্রচুর মানুষ ভিড় জমান। পরে নিরাপত্তারক্ষীরা ভিড় সামাল দেন।

টোটো চালাচ্ছেন শতাব্দী

আজ রামপুরহাটে প্রচারে যান শতাব্দী রায়। ভাঁড়শালা পাড়ার দিঘিপাড় এলাকায় এক টোটো চালককে দেখে দাঁড় করান তিনি। তাঁর কাছ থেকে টোটো নিয়ে পরে নিজেই চালাতে শুরু করেন। হঠাৎ তারকা প্রার্থীকে টোটো চালাতে দেখে এলাকায় ভিড় জমায় মানুষজন। প্রিয় তারকার সঙ্গে মোবাইলে ছবি তুলতে হুড়োহুড়ি লেগে যায়। কোনওরকমে ভিড় সামাল দেন নিরাপত্তারক্ষীরা।

Last Updated : Mar 27, 2019, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details