রামপুরহাট, 11 এপ্রিল : বগটুই গণহত্যা-কাণ্ডে রবিবার সমীর শেখকে গ্রেফতার করে সিবিআই ৷ এই নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করল সিবিআই ৷ ধৃত সমীর শেখ ভাদু শেখের ছায়াসঙ্গী লালন শেখের শ্বশুর। বগটুই হত্যালীলার পরদিন থেকে মূল অভিযুক্ত লালন শেখ এখনও পলাতক (Samir Sheikh four day in CBI custody) ৷
ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ানের ভিত্তিতে গতকাল রামপুরহাট থেকে আরও একজনকে গ্রেফতার করেছিল সিবিআই। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত সমীর শেখ। তড়িঘড়ি সিবিআইয়ের টিম তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে গত রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সোমবার রামপুরহাট মহকুমা আদালত তাকে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়।