পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva-Bharati : উপাচার্যের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে এবার অনশনে বিশ্বভারতীর অধ্যাপকও - visva-bharati hunger strike

অবস্থান মঞ্চেই অনশনে বসেন সঙ্গীত ভবনের বহিষ্কৃত ছাত্রী রূপা চক্রবর্তী । এই ছাত্রীর সঙ্গে অনশনে যোগ দেন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য ।

visva-bharati
visva-bharati

By

Published : Sep 5, 2021, 8:36 PM IST

শান্তিনিকেতন, 5 সেপ্টেম্বর : উপাচার্যের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে এবার অনশন বিক্ষোভে যোগ দিলেন অধ্যাপক । বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য আজ অবস্থান মঞ্চেই অনশনে বসেন । ছাত্রী রূপা চক্রবর্তী ও অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য জানান, যতদিন না উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তাঁদের দাবি মানবেন, ততদিন এই আন্দোলন অনশন অব্যাহত থাকবে ।

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করেছেন । এছাড়া, গত এক বছরে 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়েছে । পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানো সহ অধ্যাপক ও অধ্যাপিকাদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে গত 27 অগস্ট থেকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা । বাসভবনের সামনে বিশৃঙ্খলা সরানোর জন্য রাজ্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । আদালতের নির্দেশ মেনে উপাচার্যের বাড়ি থেকে 50 মিটার দূরে সরিয়ে নেওয়া হয় অবস্থান মঞ্চ । নয় দিন ধরে উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ চললেও একবারের জন্যও উপাচার্য অথবা বিশ্বভারতী কর্তৃপক্ষ পড়ুয়াদের সঙ্গে কোনওরকম আলোচনায় বসেনি বলে অভিযোগ ।

আরও পড়ুন :Anupam Hazra : ‘‘কবিগুরুর বিশ্বভারতী নিঃস্ব-ভারতীতে পরিণত হয়েছে’’, সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ অনুপমের

তাই অবস্থান মঞ্চেই অনশনে বসেন সঙ্গীত ভবনের বহিষ্কৃত ছাত্রী রূপা চক্রবর্তী । এই ছাত্রীর সঙ্গে অনশনে যোগ দেন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য । ব্যানারে দাবি লিখে অনশনে বসেন ছাত্রী ও অধ্যাপক । তাঁদের সঙ্গে অবস্থানে রয়েছেন বিশ্বভারতীর অন্যান্য পড়ুয়ারাও । এই বিষয়ে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য ইটিভি ভারতকে বলেন, "একের পর এক নিয়মবহির্ভূত কাজ করে চলেছেন উপাচার্য । একাধিকবার আমরা তাঁর কাছে আমাদের দাবি জানিয়েছি । কিন্তু তিনি কোনও কিছুকেই গুরুত্ব দেননি । ছাত্রদের বহিষ্কার, অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড ইত্যাদি কাজ করে গিয়েছেন । দিনের পর দিন মিথ্যে বলে গিয়েছেন ৷ তাই এবার অবস্থান মঞ্চেই আমরা অনশনে বসলাম । এর শেষ দেখে ছাড়ব ।"

আরও পড়ুন :Visva-Bharati : বিশ্বভারতীর বিক্ষোভ মঞ্চেই অনশনে বসলেন বহিষ্কৃত ছাত্রী

ABOUT THE AUTHOR

...view details