পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একসময়ের সহকর্মী, প্রণব মুখোপাধ্যায়ের সুস্থতা কামনা অমিয় বন্দ্যোপাধ্যায়ের

"একসঙ্গে সাইকেলে করেই বীরভূমের বিভিন্ন জায়গায় সংগঠন করেছি । কলকাতার নিজ়াম প্যালেসের একটি রুমে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেছি রাজনীতি নিয়ে ।" প্রণব মুখোপাধ্যায়ের সুস্থতা কামনা করে বলছেন একসময়ের সহকর্মী অমিয় বন্দোপাধ্যায় ৷

অমিয় বন্দ্যোপাধ্যায়
অমিয় বন্দ্যোপাধ্যায়

By

Published : Aug 13, 2020, 7:24 PM IST

রামপুরহাট, 13 অগাস্ট : সিউড়ির বিদ্যাসাগর কলেজে তাঁর থেকে একবছরের সিনিয়র ছিলেন প্রণববাবু । তখন থেকেই পরিচয় । আর এখন তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন প্রণব মুখোপাধ্যায়ের একসময়ের সহকর্মী রামপুরহাট কলেজের অধ্যাপক অমিয় বন্দ্যোপাধ্যায় ৷

তিনি বলেন, 1964 সালে প্রণববাবুর কথাতেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন । স্মৃতিচারণ করে বলেন, "আমরা সাইকেলে করেই বীরভূমের বিভিন্ন জায়গায় একসঙ্গে সংগঠন করেছি । কলকাতার নিজ়াম প্যালেসের এক রুমে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেছি রাজনীতি নিয়ে ।" কথা বলতে বলতে চোখে জল এসে যাচ্ছিল অমিয়বাবুর ।

প্রণববাবুর কথাতেই যোগ দিয়েছিলেন রাজনীতিতে, বলছেন অমিয় বন্দ্যোপাধ্যায়

তিনি আরও বলেন, "আমাকে প্রণববাবু একবার বলেছিলেন, আমি বাঙালি, ভালো হিন্দি বলতে পারি না ৷ আমাকে কোনওদিন প্রাইম মিনিস্টার করবে না । অবশ্যই তার মনের মধ্যে ক্ষোভ ছিল । যখন ইন্দিরা গান্ধি দেশের বাইরে যেতেন তখন তিনি বলে যেতেন ওনার অনুপস্থিতিতে প্রণব মুখোপাধ্যায় তাঁর দায়িত্বে থাকবেন । আমি বিশ্বাস করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ।"

খুব ধীরে হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে । বীরভূমের বিভিন্ন জায়গায় প্রণব মুখোপাধ্যায়ের সুস্থতা কামনা করে প্রায় প্রতিদিনই চলছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ । প্রণব মুখোপাধ্যায়ের নিজ গ্রাম, জটেশ্বর শিবমন্দিরে চলছে মহাযজ্ঞ ।

ABOUT THE AUTHOR

...view details