পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে অযথা বের হলেই রাস্তা আটকাচ্ছে কোরোনা ভাইরাস !

কোনও কারণ ছাড়াই রাস্তায় বের হচ্ছেন ? সাবধান পড়তে হতে পারে কোরোনা ভাইরাসের প্রশ্নের মুখে ৷ হ্যাঁ, এমনই দৃশ্য দেখা গেল বীরভূমে ৷ রাস্তায় মানুষ দেখলেই তাঁকে ঘিরে ফেলছে কোরোনা ভাইরাস ৷ জানতে চাইছে কেন বেরিয়েছেন ৷

কোরোনা ভাইরাসের রূপে বহুরূপী সম্প্রদায়
কোরোনা ভাইরাসের রূপে বহুরূপী সম্প্রদায়

By

Published : Apr 8, 2020, 4:33 PM IST

বীরভূম, 8 এপ্রিল : বাইরে বেরোলেই সামনে এসে দাঁড়াচ্ছে কোরোনা ভাইরাস ৷ জানতে চাইছে কেন বাইরে বেরিয়েছেন ? ঘটনায় রীতিমতো ঘাবড়ে যাচ্ছে মানুষ ৷ তবে, এমনই দৃশ্য দেখা গেল বীরভূমের সিউড়িতে ৷ লকডাউনের জেরে প্রায় অভুক্ত থাকতে হচ্ছিল তাঁদের ৷ জেলা পুলিশের উদ্যোগে কোরোনা ভাইরাস সেজে মানুষকে সচেতন করে রোজগারের পথ খুঁজে পেল বহুরূপী সম্প্রদায়ের মানুষ ৷

রাস্তায় বের হলেই সামনে এসে দাঁড়াচ্ছে কোরোনা ভাইরাস

বীরভূমের লাভপুর থানার হাতিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষয়পুর গ্রাম ৷ এই ছোট্ট গ্রামটিতে মূলত বহুরূপী সম্প্রদায়ের মানুষজনের বাস ৷ কখনও কালী, কখনও দুর্গা, কখনও বা অসুর, রাক্ষস সেজে বাড়ি বাড়ি গিয়ে অর্থ উপার্জন করেন তাঁরা ৷ বাড়ির সকলে এই কাজ করেই টাকা রোজগার করেন ৷ কিন্তু, কোরোনার জেরে টানা 21দিনের লকডাউনে বাকিদের মতো ঘরবন্দী তাঁরাও ৷ এই পরিস্থিতিতে প্রায় অভুক্ত থেকে দিন কাটছিল তাঁদের ৷ পাড়া থেকে বিভিন্ন গ্রাম, তাঁদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল সব বাড়ির দরজাই ৷

কোরোনা ভাইরাসের রূপে বহুরূপী সম্প্রদায়

কিন্তু, এই কোরোনায় তাঁদের ফের কাজের সন্ধান দিল ৷ পরিবারের জন্য অন্ন জোগাড়ের পথ খুঁজে দিল ৷ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে বহুরূপী সম্প্রদায়ের মানুষজন কোরোনা ভাইরাস সেজে রাস্তায় রাস্তায় মানুষকে সচেতন করছেন ৷ রাস্তায় কেন বেরিয়েছে জানতে হঠাৎই মানুষের সামনে হাজির হয়ে যাচ্ছে এই কোরোনা ভাইরাস ৷ কোরোনা ভাইরাসকে জানাতে হচ্ছে বাইরে আসার কারণ ৷ পুলিশের এরকম অভিনব সচেতনতা দেখে তাজ্জব সকলেই ৷

জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "লকডাউনে মানুষ যাতে ঘরে থাকে তার জন্য আমরা বিভিন্ন রকমের উপায় বের করে সচেতন করছি ৷ বহুরূপীদেরও ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে ৷"

ABOUT THE AUTHOR

...view details