বীরভূম, 8 এপ্রিল : বাইরে বেরোলেই সামনে এসে দাঁড়াচ্ছে কোরোনা ভাইরাস ৷ জানতে চাইছে কেন বাইরে বেরিয়েছেন ? ঘটনায় রীতিমতো ঘাবড়ে যাচ্ছে মানুষ ৷ তবে, এমনই দৃশ্য দেখা গেল বীরভূমের সিউড়িতে ৷ লকডাউনের জেরে প্রায় অভুক্ত থাকতে হচ্ছিল তাঁদের ৷ জেলা পুলিশের উদ্যোগে কোরোনা ভাইরাস সেজে মানুষকে সচেতন করে রোজগারের পথ খুঁজে পেল বহুরূপী সম্প্রদায়ের মানুষ ৷
বীরভূমের লাভপুর থানার হাতিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষয়পুর গ্রাম ৷ এই ছোট্ট গ্রামটিতে মূলত বহুরূপী সম্প্রদায়ের মানুষজনের বাস ৷ কখনও কালী, কখনও দুর্গা, কখনও বা অসুর, রাক্ষস সেজে বাড়ি বাড়ি গিয়ে অর্থ উপার্জন করেন তাঁরা ৷ বাড়ির সকলে এই কাজ করেই টাকা রোজগার করেন ৷ কিন্তু, কোরোনার জেরে টানা 21দিনের লকডাউনে বাকিদের মতো ঘরবন্দী তাঁরাও ৷ এই পরিস্থিতিতে প্রায় অভুক্ত থেকে দিন কাটছিল তাঁদের ৷ পাড়া থেকে বিভিন্ন গ্রাম, তাঁদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল সব বাড়ির দরজাই ৷