পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একশো দিনের কাজ নিয়ে বচসা, মাথা ফাটল তৃণমূল পঞ্চায়েত প্রধানের

একশো দিনের কাজের প্রকল্পের কাজ চলছিল ৷ কিন্তু এলাকার একটি পরিবারের তরফে বাধা দেওয়া হয় ৷ বচসা থেকে শুরু হয় মারধর ৷ মাথা ফাটে প্রধানের

একশো দিনের কাজ ঘিরে তাণ্ডব
একশো দিনের কাজ ঘিরে তাণ্ডব

By

Published : Jun 28, 2021, 3:52 PM IST

সিউড়ি, ২৮ জুন : একশো দিনের কাজ চলাকালীন তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এলাকার কয়েকজনের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সিউড়ির কেন্দুয়া গ্রাম ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে লাঠি চালাতে হয় ৷

আরও পড়ুন : তুফানগঞ্জে বিজেপির উপর হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সিউড়ি ২ নং ব্লকের কেন্দুয়া গ্রামে এদিন সকাল থেকে নর্দমা পরিষ্কারের কাজ চলছিল । বর্ষায় ডেঙ্গু রোধের জন্য একশো দিনের কাজের প্রকল্পের আওতায় এই কাজ চলছিল । সেই সময় স্থানীয় বাসিন্দা উত্তম হাজরার পরিবারের সঙ্গে বচসা শুরু হয় পঞ্চায়েতের লোকজনের । খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নারায়ণ বাগদি ৷ প্রধানের সঙ্গেও তর্কাতর্কি চরম আকার নেয় । অভিযোগ, এরপরেই বাঁশ দিয়ে মেরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের মাথা ফাটিয়ে দেওয়া হয় ৷ প্রধানকে মারধর করায় তাঁর অনুগামীরা ক্ষেপে ওঠেন । উত্তপ্ত হয়ে ওঠে পুরো অঞ্চল ৷ খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে । উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি নিয়ে তাড়া করতে হয় ৷ এখনও গ্রামে উত্তেজনার পরিবেশ রয়েছে । উত্তম হাজরাকে আটক করেছে পুলিশ ৷

একশো দিনের কাজ ঘিরে তাণ্ডব কেন্দুয়ায়

পঞ্চায়েত প্রধান নারায়ণ বাগদি বলেন, "উন্নয়নমূলক কাজ হলেও ওই পরিবার বাধা দেয় । কেন জানি না । আজ ড্রেন পরিষ্কারে বাধা দিয়েছিল । আমি বলতে আসায় আমাকে মারল ৷ মনে হয় বিজেপির মদতে হছে এইসব ।"

ABOUT THE AUTHOR

...view details