বোলপুর, 1 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটকে (Union Budget 2023) সুবিধেবাদীদের বাজেট বলে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Reacts on Budget)৷ তাঁর দাবি, এই বাজেট গরিব-বিরোধী ৷ বোলপুরে মমতা বলেন, "এই বাজেটে বেকারদের জন্য কিছু নেই ৷ শুধুমাত্র এক শ্রেণির সুবিধের কথা মাথায় রেখে বাজেট করা হয়েছে ৷ এই বাজেটে গরিব মানুষকে বঞ্চনা করা হয়েছে ৷"
'বাজেটে বেকারদের জন্য কিছু নেই': বর্তমানে বীরভূম সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকেই কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চাঁছাছোলা ভাষায় কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বাজেট না অন্য কিছু ! মুখে বলা হচ্ছে যে দারুণ নাকি বাজেট হয়েছে ৷ বাজেটে একটা কথাও বেকারদের জন্য বলা নেই । সব বিক্রি করে দিয়েছে ৷ চাকরির কথা বলার নেই ৷ 100 দিনের কাজের টাকা কমিয়ে দিয়েছিল ৷ যাঁরা 100 দিনের কাজ করেছেন তাঁদের বেতন পর্যন্ত দেয়নি ৷ ক্রিমিনাল অফেন্স এটা ৷ সংবিধানে বলা আছে 100 দিনের কাজ করলে টাকা দিতে হবে ৷ কিন্তু ওরা দেয়নি ৷"
'গরিব-বিরোধী সুবিধাবাদীদের বাজেট': কেন্দ্রীয় বাজেটকে সুবিধেবাদীদের ও জনতা-বিরোধী বাজেট বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "গ্যাসের দাম গ্যাস বেলুনের মতো কমিয়েছে ৷ ছিল 700 টাকা, করল 1120, তার থেকে 1170 টাকা । বাড়িয়েছে 70 টাকা, কমিয়েছে 4 টাকা ৷ তাই বলছি, বিজেপিকে ভোট নয় ৷ এটা টোটাল অ্যান্টি পিপল বাজেট ৷"