সিউড়ি, 22 এপ্রিল :স্কুলের মধ্যে মারামারি ৷ তাতেই ঘুসিতে নাক ফেটে রক্তারক্তি (Teachers Fighting at school in Birbhum) ৷ ঘটনাস্থল বীরভূমের সিউড়ি 1 নম্বর ব্লকের অজয়পুর উচ্চ বিদ্যালয় ৷ প্রধান শিক্ষককে বাঁচাতে গিয়ে ভূগোল শিক্ষকের ঘুসিতে গুরুতর আহত হলেন স্কুলের কেরানি (Teacher Fighting At a School in Birbhum) ৷ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ভূগোল শিক্ষক দেবাশিস খাগ । আহত প্রধান শিক্ষককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থা কেরানি অভিজিৎ ভান্ডারীকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
অভিযোগ, ভূগোল শিক্ষক দেবাশিস খাগ প্রায়ই স্কুলে দেরি করে আসেন । বৃহস্পতিবার 11টা 15 নাগাদ দেবাশিসবাবু স্কুলে এলে প্রধান শিক্ষক আশিস গড়াই তাঁকে রেজিস্ট্রারের খাতায় সই করতে বাধা দেন । তারপর এই বচসা আরম্ভ হয় । দেবাশিস খাগ প্রধান শিক্ষককে মারতে গেলে স্কুলের কেরানি অভিজিৎ ভান্ডারী বাঁচাতে যায় ৷ তখনই অভিজিৎবাবুর নাকে ঘুসি মারেন দেবাশিসবাবু ৷ নাক দিয়ে রক্ত ঝরতে থাকে অভিজিৎবাবুর ৷ শুরু হয় রক্তবমি ৷ এরপর দ্রুত অভিজিৎবাবুকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ।
আরও পড়ুন :Honeytrap at Teachers House : বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ, ক্ষুব্ধ গ্রামবাসীদের চেষ্টায় আটক শিক্ষক
স্কুলের তরফে অভিযুক্ত শিক্ষক দেবাশিস খাগের বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ করা হয় । তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করে পুলিশ । শুক্রবার তাঁকে সিউড়ি জেলা আদালতে তোলা হলে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক । এই বিষয়ে আইনজীবী মলয় মুখোপাধ্যায় জানান, 26 এপ্রিল ফের অভিযুক্ত শিক্ষককে আদালতে তোলা হবে ৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307, 341 ও 506 নং ধারায় মামলা রুজু করা হয়েছে ৷
স্কুলে মারধরের এই ঘটনায় যা বললেন প্রধান শিক্ষক ও অভিযুক্ত ভূগোল শিক্ষক বিষয়টি নিয়ে শুক্রবার স্কুলের ম্যানেজিং কমিটির বৈঠক হয় । এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, অভিযুক্ত ভূগোল শিক্ষক দেবাশিস খাগকে কোনওভাবেই আর স্কুলে শিক্ষকতা করতে দেওয়া যাবে না । এই মর্মে সিউড়ি ডি আই চন্দ্র শেখর জাউলিয়ার কাছে স্কুলের ম্যানেজিং কমিটির তরফ থেকে একটি অভিযোগপত্রও দেওয়া হয় । অভিযোগপত্র পেয়ে চন্দ্রশেখর জাউলিয়া জানান, যেহেতু অভিযুক্ত শিক্ষককে আদালত চারদিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে এবং স্কুলের ম্যানেজিং কমিটির তরফ থেকে আমার কাছে অভিযোগ করা হয়েছে, তাই তাকে বরখাস্ত করা হয়েছে ।
আরও পড়ুন :Bangaon Teacher Assult : স্কুলের মধ্যে শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা, বনগাঁয় গ্রেফতার প্রধান শিক্ষক