পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বীরভূমে বাসের ধাক্কায় মৃত্যু ছাত্রের, রানিগঞ্জে বাস-ট্রাকের রেষারেষিতে আহত 3

বীরভূমের পাইকরের ভাগাইল গ্রামে বাসের ধাক্কায় মৃত স্কুটার আরোহী দানিসুর রহমান । আহত দুই ছাত্রের মধ্যে একজনের অবস্থা গুরুতর । অন্যদিকে, পশ্চিম বর্ধমানে রানিগঞ্জের পঞ্জাবি মোড়ে 2 নম্বর জাতীয় সড়কে বাস-ট্রাকের রেষারেষিতে আহত 3 ।

বাস-ট্রাকের রেষারেষি

By

Published : May 6, 2019, 3:32 PM IST

Updated : May 6, 2019, 4:26 PM IST

বীরভূম ও রানিগঞ্জ, 6 মে : টিউশন পড়তে যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল এক স্কুলপড়ুয়ার । দুর্ঘটনায় জখম হয়েছে আরও দুই পড়ুয়া । আজ সকালে পথদুর্ঘটনাটি ঘটে বীরভূমের পাইকর থানার ভাগাইল গ্রামের কাছে । মৃত ছাত্রের নাম দানিসুর রহমান (১৮) । তার বাড়ি পাইকর থানার মিত্রপুর গ্রামে । মিত্রপুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল দানিসুর।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ সকালে একটি স্কুটিতে চড়ে তিনজন ছাত্র পাইকরে টিউশন পড়তে যাচ্ছিল । মুরারই-জঙ্গিপুর রাস্তার ভাগাইল গ্রামের একটি কালভাটের কাছে মহেশপুর-জঙ্গিপুর রুটের একটি বেসরকারি বাসের সঙ্গে তাদের মুখোমুখি ধাক্কা লাগে । ঘটনাস্থানেই মৃত্যু হয় দানিসুরের ।

আহত অপর দুই ছাত্রকে উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। তাদের মধ্যে আমান খাঁ নামে এক ছাত্রের অবস্থা গুরুতর ।

অন্যদিকে, পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থানার অন্তর্গত পঞ্জাবি মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত হয়েছেন তিন জন।

আজ সকালে আসানসোল -পুরুলিয়া রুটের বাস যাচ্ছিল বাঁকুড়ার দিকে । রানিগঞ্জের দু'নম্বর জাতীয় সড়কের উপরে পঞ্জাবি মোড়ের কাছে ট্রাকের সঙ্গে রেষারেষি করে বাসটি । সেই সময় দু'নম্বর জাতীয় সড়কের পঞ্জাবি মোড়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। দুর্ঘটনার জেরে আহত হন বাসচালক সহ 3 জন ।

খবর পেয়ে ঘটনাস্থলে রানিগঞ্জ থানার পুলিশ । আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় । ট্রাক সহ ট্রাকের চালককে আটক করেছে রানিগঞ্জ থানার পুলিশ ।

বাস দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে দু নম্বর জাতীয় সড়ক । বেশ কিছুক্ষণের জন্য দু নম্বর জাতীয় সড়কের আসানসোল থেকে বাঁকুড়ার দিকে যাওয়ার রাস্তা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় । পরে রানিগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুনরায় দু'নম্বর জাতীয় সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয় ।

Last Updated : May 6, 2019, 4:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details