পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nandan Mela 2022: করোনার 2 বছর পর ফের বিশ্বভারতীতে নন্দনমেলা

2 বছর করোনার পর শান্তিনিকেতনে শুরু হল নন্দন মেলা (Nandan Mela at Santiniketan) ৷ কলাভবনের 6টি বিভাগে সেরামিক, গ্রাফিক্স, টেক্সস্টাইস, স্কাল্পচার, পেন্টিং ও হিস্ট্রি অফ আর্টের স্টল বসেছে ৷

Nandan Mela 2022
বিশ্বভারতীতে নন্দনমেলা

By

Published : Dec 2, 2022, 2:24 PM IST

শান্তিনিকেতন, 2 ডিসেম্বর: কোভিড পরিস্থিতি কাটিয়ে 2 বছর পর বিশ্বভারতীতে শুরু হল ঐতিহ্যবাহী নন্দন মেলা (Nandan Mela) ৷ প্রতি বছর প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর জন্মদিন উপলক্ষ্যে এই মেলা বসে ৷ ভবনের 6টি বিভাগের তরফেই শিল্পকর্মের স্টল রয়েছে মেলায় (Nandan Mela at Santiniketan) ৷ অন্যান্য বছরের মতো এবারও সঠিক সময়ে শুরু হল মেলা ৷

3 ডিসেম্বর জন্মগ্রহণ করেন প্রখ্যাত শিল্পী নন্দলাল বসু ৷ তাঁর জন্মদিন উপলক্ষে প্রতি বছর বিশ্বভারতীর কলাভবনে 1 ও 2 ডিসেম্বর মেলা হয় ৷ তাঁরই নামানুসারে মেলার নাম 'নন্দন মেলা' । 2020 ও 21 সালে করোনা পরিস্থিতির জন্য বন্ধ ছিল এই মেলা ৷ তাই এবার 47 তম মেলার আয়োজনে বাড়তি উদ্মাদনা পড়ুয়াদের মধ্যে ৷ মূলত, বিশ্বভারতীর কলাভবনের বর্তমান ও প্রাক্তন পড়ুয়া সকলে মিলে এই মেলার আয়োজন করে থাকে । এবারেও কলা ভবনের ছটি বিভাগের আলাদা আলাদা করে মেলার স্টল রাখা হয়েছে, থাকছে বেশকিছু প্রদর্শনীও ।

বিশ্বভারতীতে নন্দনমেলা

আরও পড়ুন:বারুইপুরে শুরু ঐতিহ্যবাহী রাসমেলা, এবারের চমক আফ্রিকান ডায়মন্ড সার্কাস

কলাভবনের 6টি বিভাগে সেরামিক, গ্রাফিক্স, টেক্সস্টাইস, স্কাল্পচার, পেন্টিং ও হিস্ট্রি অফ আর্টের স্টল বসেছে ৷ সারা বছর পড়ুয়াদের তৈরি শিল্প সামগ্রী এই মেলায় প্রদর্শিত ও বিক্রি হয় ৷ পাশাপাশি রয়েছে পড়ুয়াদের খাবারের স্টল, শিল্পকর্মের উপর লেখা বইয়ের স্টলও । এদিনের মেলায় ভিড় ছিল চোখে পড়ার মত ।

কলাভবন প্রতিষ্ঠায় নন্দলাল বসুর ভূমিকা ছিল অপরিসীম । তিনিই দেশের বিভিন্ন জায়গায় প্রাচীন শিল্পকর্মগুলি সংস্কার করেন ৷ এমনকী, ভারতীয় সংবিধানের সচিত্র সংস্করণ অলঙ্কিত করেছিলেন ৷

কলাভবনের ছাত্রী রীতা সরকার হলেন, "নন্দন মেলা কলাভবনের একটা ঐতিহ্য ৷ আমরা সবাই এই মেলায় অংশগ্রহণ করি ৷ এখানকার সামগ্রী সব বিক্রির পর তা ফান্ডে দিয়ে দেওয়া হয় ৷"

কলাভবনের আর এক ছাত্রী জানান, এই মেলায় বর্তমান-প্রাক্তন সকলে মিলে কাজ করতে পারি ৷ অনেক কিছু শিখতে পারি আমরা, জুনিয়রদের শেখাতে পারি ৷

আরও পড়ুন:কোচবিহারের রাসমেলায় 200 কোটির ব্যবসা, দাবি পৌরসভার

ABOUT THE AUTHOR

...view details