পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পোল ভোট করার সুযোগ দেবেন, প্রিসাইডিং অফিসারদের "অনুরোধ" অনুব্রতর - anubrata

প্রিসাইডিং অফিসারদের ৫০০-৬০০টি করে পোলভোট করার অনুরোধ অনুব্রতের

অনুব্রত মণ্ডল

By

Published : Apr 7, 2019, 10:14 PM IST

সিউড়ি, ৭ এপ্রিল: ফের বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজ এক কর্মিসভায় অনুব্রত প্রিসাইডিং অফিসারদের ৫০০-৬০০টি করে "পোল ভোট" করার সুযোগ দিতে "অনুরোধ" করেন। BJP বলছে, "পোল ভোট"-এর নামে অনুব্রত কার্যত তৃণমূলের হয়ে ছাপ্পা ভোট দেওয়ার জন্য প্রিসাইডিং অফিসারদের নির্দেশ দিয়েছেন।

আজ সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের শিক্ষা সেলের কর্মীদের সভা হয়। শিক্ষা সেলের সদস্যদের অনেকেই সরকারি কর্মী যাঁদের এবার প্রিসাইডিং অফিসার হিসেবে ভোটের ডিউটিতে যাওয়ার কথা। সভায় উপস্থিত সেলের সদস্যদের অনুব্রত বলেন, "ভোটের দিনে আপনারা ভয় পাবেন না। আমাদের দলের সভাপতিরা, বুথ সভাপতিরা আপনাদের সঙ্গে থাকবেন। ওনাদের নম্বর আপনাদের দিয়ে দেব। আপনাদের কোনও অসুবিধা হলে ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের সুরক্ষার জন্য আমরা সবসময় আছি। তার বদলে আপনারা ৫০০-৬০০ টা করে পোল ভোট করার সুযোগ দেবেন। এটা আমার অনুরোধ।"

কিন্তু "পোল ভোট" বলতে অনুব্রত কী বোঝাতে চেয়েছেন? এই বিষয়ে অনুব্রতকে পরে সাংবাদিকরা প্রশ্ন করেন। উত্তরে তিনি বলেন, "যা বলার বলে দিয়েছি। যারা যা বোঝার বুঝে গেছে।"

অনুব্রতর "পোল ভোট" করানোর অনুরোধ BJP-র বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের কানেও গেছে। তিনি বলেন, " এই কথা বলে উনি (অনুব্রত মণ্ডল) প্রকারান্তরে ছাপ্পা ভোট করানোর নির্দেশ দিয়েছেন। আমরা দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করছি। এনিয়ে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব।"

এর আগে ভোটারদের জল ও নকুলদানা খাওয়ানোর নিদান দেওয়ায় নির্বাচন কমিশনের কাছ থেকে শোকজ়ের চিঠি পেয়েছিলেন অনুব্রত। তাঁকে কমিশন সতর্ক করে। এরপর কমিশনকেই নকুলদানা খাওয়ানোর কথা বলেন তিনি। তখন ফের শোকজ় করা হয় তাকে। এমনকি, কমিশনের তরফে তৃণমূল নেতৃত্বকে চিঠি দিয়েও অনুব্রতকে কথাবার্তায় সংযত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details