সিউড়ি, ৭ এপ্রিল: ফের বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজ এক কর্মিসভায় অনুব্রত প্রিসাইডিং অফিসারদের ৫০০-৬০০টি করে "পোল ভোট" করার সুযোগ দিতে "অনুরোধ" করেন। BJP বলছে, "পোল ভোট"-এর নামে অনুব্রত কার্যত তৃণমূলের হয়ে ছাপ্পা ভোট দেওয়ার জন্য প্রিসাইডিং অফিসারদের নির্দেশ দিয়েছেন।
আজ সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের শিক্ষা সেলের কর্মীদের সভা হয়। শিক্ষা সেলের সদস্যদের অনেকেই সরকারি কর্মী যাঁদের এবার প্রিসাইডিং অফিসার হিসেবে ভোটের ডিউটিতে যাওয়ার কথা। সভায় উপস্থিত সেলের সদস্যদের অনুব্রত বলেন, "ভোটের দিনে আপনারা ভয় পাবেন না। আমাদের দলের সভাপতিরা, বুথ সভাপতিরা আপনাদের সঙ্গে থাকবেন। ওনাদের নম্বর আপনাদের দিয়ে দেব। আপনাদের কোনও অসুবিধা হলে ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের সুরক্ষার জন্য আমরা সবসময় আছি। তার বদলে আপনারা ৫০০-৬০০ টা করে পোল ভোট করার সুযোগ দেবেন। এটা আমার অনুরোধ।"