লাভপুর, ১৬ ফেব্রুয়ারি : স্থানীয় BJP নেতার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা। গতরাতে বাড়িতে ঢুকে বন্দুক দেখিয়ে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা গতরাত থেকেই রাস্তা অবরোধ করে। আগুন জ্বালিয়ে দেয় রাস্তায়। তবে এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি ওই যুবতির। ঘটনাটি বীরভূমের লাভপুরের। লাভপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বন্দুক দেখিয়ে স্থানীয় BJP নেতার মেয়েকে অপহরণ - birbhum
লাভপুরে স্থানীয় BJP নেতার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা।
কিছুদিন আগে তৃণমূল থেকে BJP-তে যোগ দিয়েছেন সুপ্রভাত বটব্যাল। তাঁর অনুপস্থিতিতে চারজন দুষ্কৃতী বন্দুক নিয়ে চড়াও হয় বাড়িতে। দরজা ভেঙে ঘরে ঢুকে মেয়ে পারমিতা বটব্যালের (২৩) মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে তুলে নিয়ে যায়। ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও পারমিতার কোনও খোঁজ পায়নি পুলিশ। সুপ্রভাতবাবুর অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে। তিনি বলেন, "আমাকে মারতে এসে না পেয়ে মেয়েকে তুলে নিয়ে গেছে।"
ঘটনাকে কেন্দ্র করে গতরাত থেকেই সিউড়ি-কাটোয়া রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। আজ সকালেও গ্রামে ঢুকতে দিচ্ছেন না এলাকাবাসীরা। এমন কী, সাংবাদিকদেরও গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না।