মুরারই(বীরভূম), 29 এপ্রিল : বীরভূমের মুরারইয়ে ভোটারদের ভোটদানে বাধা দিল দুষ্কৃতীরা। তাঁদের মারধর করা হয়। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । খবর পেয়ে ভোটারদের বুথে নিয়ে আসতে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তখন ফের তাদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
মুরারইয়ে ভোটারদের মারধর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ - lathicharge
মুরারইয়ে ভোটারদের বাধা দিল দুষ্কৃতীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
পুলিশের লাঠিচার্জ
মুরারইয়ের হাফিজ়পুর গ্রামের 293/18 নম্বর বুথে ভোট দিতে যাচ্ছিলেন ভোটাররা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের মারধর করে। খবর পেয়ে গ্রামে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। ভোটারদের নিয়ে ফেরার সময়ে ফের তাঁদের উপর হামলা চালানো হয়। দুষ্কৃতীদের হটাতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।
এদিকে, গন্ডগোলের জন্য বেশ কিছুক্ষণ বন্ধ ছিল হাফিজ়পুর গ্রামের 293/18 নম্বর বুথের ভোট । তবে বর্তমানে ফের চালু হয়েছে ভোটগ্রহণ পর্ব ।
Last Updated : Apr 29, 2019, 1:42 PM IST