শান্তিনিকেতন, 24 সেপ্টেম্বর : পাখির মতোই এ হল পরিযায়ী প্রজাপতি ! প্রতি বছর প্রায় 60 রকমের পরিযায়ী প্রজাপতি আসে ভারতে । এ রাজ্যে বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনে 10 থেকে 11 রকমের পরিযায়ী প্রজাপতি আসে ৷ বছরে দু'বার । পাখিদের কারণ জানা, কিন্তু প্রজাপতি পরিযায়ী হয় কেন ?
বিশেষজ্ঞেরা বলছেন, প্রধানত খাদ্যাভাব ৷ আরও কারণ রয়েছে । তবে সবচেয়ে অবাক করা কাণ্ড, পরিযানকালীন প্রজাপতির দুই থেকে তিনটি প্রজন্মের জন্ম হয়ে যায় ৷ এভাবেই শান্তিনিকেতনে পৌঁছায় মধু শিকারী রঙিন ডানা । তাহলে মাঝপথে সদ্য জন্ম নেওয়া প্রজাপতি কীভাবে রাস্তা চেনে ?
প্রজাপতি গবেষক সমীরণ নন্দী জানান, এখনও স্পষ্ট নয় । গবেষণা চলছে ৷
গত 30 বছর প্রজাপতি নিয়ে গবেষণা করছেন এলাকায় "ছবি শিকারী" বলে পরিচিত শান্তিনিকেতনের বাসিন্দা সমীরণ নন্দী । সমীরণবাবুর জানান, গোটা পৃথিবীতে প্রায় এক থেকে দেড় হাজার প্রজাতির পরিযায়ী প্রজাপতি রয়েছে । তবে, ভারতবর্ষে 60 রকমের পরিযায়ী প্রজাপতির দেখা মেলে । পরিযায়ী প্রজাপতির মধ্যে দীর্ঘতম পরিযানে সক্ষম আমেরিকার 'মোনার্ক' । এরা 5 হাজার কিলোমিটার পর্যন্ত পরিযানে সক্ষম । কমপক্ষে 6 প্রজন্ম সময় লেগে যায় এই পরিযানে, মানে পথ অতিক্রমণে । তবে শান্তিনিকেতনে যেসব পরিযায়ী প্রজাপতি আসে তারা দুই থেকে তিন প্রজন্মেই এখানে এসে পৌঁছায় । পাখির পরিযানের কারণ আবহাওয়া, খাদ্যাভাব, অনেক ক্ষেত্র প্রজনন ৷ প্রজাপতির পরিযান কেন ?