বোলপুর, 20 ডিসেম্বর : তৃণমূল নেতারা বারবারই তাঁদের বহিরাগত বলে আক্রমণ করে আসছেন । বোলপুরে রোড শো শেষে এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অমিত শাহ বলেন, "আপনাকে হারানোর জন্য দিল্লি থেকে কারও আসার দরকার নেই । বাংলার মাটি থেকেই আপনার বিরুদ্ধে লড়বে । আপনাকে হারাবে । বাংলার ভূমিপূত্রই মুখ্যমন্ত্রী হবে ।" সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার নিন্দাও করেন তিনি ।
অমিত শাহ-র কথায়, "একটি পারিবারিক দল হয়ে রয়ে গেছে তৃণমূল কংগ্রেস । মা-মাটি-মানুষের যে স্লোগান দিয়ে শুরু হয়েছিল, তা আজ দূর-দূরান্তে কোথাও দেখা যাচ্ছে না ।" 'ভাইপো'-কে মুখ্যমন্ত্রী করতে উঠেপড়ে লেগেছেন বলেও তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেন তিনি ।
নাড্ডার কনভয়ে হামলার ঘটনা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব হন তিনি । বলেন, "বাংলার গণতন্ত্রিক ব্যবস্থার উপর এই হামলা । এর দায় তৃণমূল কংগ্রেসের । ক্ষমতার অহংকার যখন বেশি হয়ে যায় তখন এমন হামলা হয় । এই ধরনের হামলায় বিজেপি পিছপা হবে না । এমন হামলা যত হবে, বিজেপি তত মজবুত হবে ।"
রাজ্যের শাসক দলের এই 'হিংসা'-র জবাব বিজেপি গণতান্ত্রিক উপায়ে দেবে বলেও জানিয়ে দেন তিনি । বলেন, "হামলার পর যে প্রতিক্রিয়া আসা উচিত ছিল, সেটাও আসেনি । একপ্রকারভাবে তৃণমূলের সমর্থনেই প্রতিক্রিয়া এসেছে । রাজ্যে রাজনৈতিক হিংসা বেড়েছে । 300-র বেশি বিজেপি কর্মী খুন হয়েছে ।"