লকডাউন ; রক্ত সংকট বীরভূমে, অমিল নেগেটিভ গ্রুপের রক্ত - কোরোনা ভাইরাস
পুলিশ প্রশাসনের তরফে পুলিশকর্মীদের নিয়ে রক্তদান শিবির করা হলেও তা জেলার জন্য পর্যাপ্ত নয় ৷ বীরভূম বোলপুর, রামপুরহাট ও সিউড়ি মহাকুমার ব্লাড ব্যাঙ্কগুলিতেও একই অবস্থা। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্ত অমিল।
বীরভূম, 5 মে : লকডাউনের জেরে বীরভূম জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে দেখা দিয়েছে রক্ত সংকট । বিশেষ করে প্রায় অমিল নেগেটিভ গ্রুপের রক্ত। আজ বীরভূম জেলার তিন মহকুমার তিনটি ব্লাড ব্যাঙ্কে মাত্র 13 বোতল নেগেটিভ গ্রুপের রক্ত রয়েছে। লকডাউনের জেরে বন্ধ রক্তদান শিবিরও ৷ আয়োজন করার উদ্যোগ নিতে দেখা যাচ্ছেনা জেলা স্বাস্থ্য বিভাগকে।
রাজ্য স্বাস্থ্য বিভাগের নির্দেশ রয়েছে রক্তদান শিবিরের আয়োজন করতে হলে যিনি রক্ত দেবেন তাঁকে আগে স্যানিটাইজ় করে নিতে হবে। যে শয্যায় শুয়ে রক্ত দেবেন সেই শয্যার চাদর বদলে দিতে হবে প্রতিবার। রক্ত দাতার শারীরিক তাপমাত্রা সবার আগে পরীক্ষা করে নিতে হবে ৷ এই রকম একাধিক নিয়মাবলী। কিন্তু তা সত্ত্বেও কার্যত বন্ধ বীরভূম জেলায় রক্তদান শিবির । পুলিশ প্রশাসনের তরফে পুলিশকর্মীদের নিয়ে রক্তদান শিবির করা হলেও তা জেলার জন্য পর্যাপ্ত নয় ৷ বীরভূম বোলপুর, রামপুরহাট ও সিউড়ি মহকুমার ব্লাড ব্যাঙ্কগুলিতেও একই অবস্থা। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্ত অমিল। A নেগেটিভ, AB নেগেটিভ গ্রুপের রক্ত মাত্র রয়েছে দুই বোতল। সব মিলে বীরভূম জেলায় নেগেটিভ গ্রুপের রক্ত রয়েছে মাত্র 13 বোতল।