পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজস্থান ফেরত পড়ুয়াদের কোয়ারানটিন সেন্টারে রাখা নিয়ে বিক্ষোভ বোলপুরে

রাজস্থানের কোটা থেকে বাসে ফিরছে রাজ্যের একাধিক জেলার পড়ুয়ারা । গতকালই আসানসোলে পৌঁছেছে একটি বাস। আজ একটি বাস বীরভূমে পৌঁছাচ্ছে । এই পড়ুয়াদের বোলপুরের গোয়ালপাড়ার এই কোয়ারানটিন সেন্টারে রাখা হবে ।

ছবি
ছবি

By

Published : May 1, 2020, 4:18 PM IST

Updated : May 2, 2020, 1:14 AM IST

শান্তিনিকেতন, 1 মে : রাজস্থানের কোটা থেকে ফেরা পড়ুয়াদের কোয়ারানটিন সেন্টারে রাখার কথা জানাজানি হতেই বিক্ষোভ বোলপুরের গোয়ালপাড়ায় । আজ সকাল থেকেই গোয়ালপাড়ার ওই কোয়ারানটিন সেন্টারের গেটের সামনে ভিড় জমান অনেকেই । এর মাঝে ঝামেলায় জড়িয়ে পড়ে কয়েকজন। শেষে বোলপুরের SDPO-র নেতৃত্বে পুলিশ ও কমব্যাট ফোর্স এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় ।

রাজস্থানের কোটা থেকে বাসে করে ফিরছে রাজ্যের একাধিক জেলার পড়ুয়ারা । এর মধ্যে একটি বাস আজ পৌঁচাচ্ছে রাজ্যে । জেলা প্রশাসন সূত্রে খবর, এই পড়ুয়াদের নিয়ে আসা হচ্ছে বোলপুরের গোয়ালপাড়ার একটি কোয়ারানটিন সেন্টারে। এনিয়ে আজ বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ । বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে তারা। এর মধ্য়ে কয়েকজন পুলিশের কথায় রাজি হলেও নিজেদের অবস্থানেই অনড় থাকে বেশ কয়েকজন । এরপর এলাকার বাসিন্দারা দু'ভাগে ভাগ হয়ে গিয়ে নিজেদের মধ্যে ঝামেলা বাধায় । পুলিশের সামনেই হাতাহাতি শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান বোলপুরের BDO শেখর সাঁই ও SDPO অভিষেক রায় । পরে SDPO-র নেতৃত্বে পুলিশ ও কমব্যাট ফোর্স ঘটনাস্থানে পৌঁছায় । মাইকিং করে, টহল দিয়ে বিক্ষোভকারীদের দূরে সরিয়ে পরিস্থিতির সামাল দেয় পুলিশ। তবে এলাকায় উত্তেজনা থাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে।

বোলপুরের গোয়ালপাড়া কোয়ারানটিন সেন্টারের সামনে বিক্ষোভ

উল্লেখ্য, গ্রিন জ়োনে থাকা বীরভূমে ইতিমধ্যে তিনজন কোরোনা আক্রান্তের খবর পাওয়া গেছে ।

Last Updated : May 2, 2020, 1:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details