রামপুরহাট, 31 অগাস্ট : তারাপীঠের পুণ্যার্থীদের মারধর করছিল পুলিশ । সেই ছবি তোলায় এক চিত্র সাংবাদিককে থানায় নিয়ে গিয়ে রাতভর বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তারাপীঠ থানার পুলিশের বিরুদ্ধে । সকালে সেই চিত্র সাংবাদিককে ছেড়ে দেওয়া হয় । পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় ।
কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে লক্ষাধিক পুণ্যার্থীর ঢল নেমেছে । সেই ভিড় সামাল দিতে গিয়ে গতরাতে পুলিশের সঙ্গে বচসা বাধে পুণ্যার্থীদের । বচসার জেরে পুণ্যার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ । সেই ছবি তোলার সময় ভবানীপ্রসাদ রায় নামে ওই চিত্র সাংবাদিককে পুলিশ আটক করে । অভিযোগ, সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও তারাপীঠ থানার SI দেবপ্রসাদ মণ্ডল তাঁকে জোর করে থানায় নিয়ে যান । থানায় ওই চিত্র সাংবাদিককে বেধড়ক মারধর করেন SI ও সিভিক ভলান্টিয়াররা । রক্তাক্ত অবস্থায় আজ সকালে চিত্র সাংবাদিককে ছেড়ে দেওয়া হয় । পরে গুরুতর জখম অবস্থায় তাঁকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।