পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva Bharati No to The Modi Question: প্রতিরক্ষামন্ত্রী বিশ্বভারতীতে, পড়ুয়াদের 'দ্য মোদি কোয়েশ্চেন' প্রদর্শনে বাধা - Rajnath Singh

বৃহস্পতিবার সন্ধ্যায় দু’দিনের সফরে বিশ্বভারতীতে আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh at Visva Bharati) ৷ সেই সময় গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসির তথ্যচিত্র (BBC Documentary on Gujrat Riots) দেখানোর উদ্যোগ নেয় পড়ুয়াদের একটি সংগঠন ৷ কিন্তু পুলিশ-প্রশাসন ও বিশ্বভারতী কর্তৃপক্ষ সেই উদ্যোগ সফল হতে দেয়নি ৷

Visva Bharati No to The Modi Question
Visva Bharati No to The Modi Question

By

Published : Feb 23, 2023, 7:16 PM IST

Updated : Feb 23, 2023, 8:23 PM IST

পড়ুয়াদের 'দ্য মোদি কোয়েশ্চেন' প্রদর্শনে বাধা

বোলপুর, 23 ফেব্রুয়ারি: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) শান্তিনিকেতনে ৷ তাই ছাত্র সংগঠনকে গুজরাত দাঙ্গা সংক্রান্ত তথ্যচিত্র ‘ইন্ডিয়া : দ্য মোদি কোয়েশ্চেন’ প্রদর্শন করতে দিল না পুলিশ-প্রশাসন ও বিশ্বভারতীর (Visva Bharati University) নিরাপত্তারক্ষীরা । এদিন সন্ধ্যা 6 টায় রতনপল্লীতে এই তথ্যচিত্র প্রদর্শনের কথা ছিল বিশ্বভারতীর ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফে ৷ প্রদর্শনের আগেই পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সেখানে ৷ বিশ্বভারতীও নিরাপত্তারক্ষী মোতায়েন করে । প্রসঙ্গত, যেহেতু বিশ্বভারতীর আচার্য খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তাই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে নিষিদ্ধ তথ্যচিত্র প্রদর্শনের সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছিল ।

দু’দিনের সফরে বৃহস্পতিবার শান্তিনিকেতনে এলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার । শ্রীনিকেতন মাঠে হেলিকপ্টার থেকে নেমে কনভয় যায় রথীন্দ্র অতিথিগৃহে ৷ পরে লিপিকা প্রেক্ষাগৃহে সঙ্গীতভবনের পড়ুয়াদের পরিবেশিত 'ভানুসিংহের পদাবলী' দেখেন তিনি ।

তথ্যচিত্র প্রদর্শনে বাধা পেয়ে পড়ুয়াদের বিক্ষোভ

উল্লেখ্য, 2002 সালে গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে বিবিসি 'দ্য মোদি কয়েশ্চেন' শীর্ষক একটি তথ্যচিত্র বানিয়েছে ৷ এই তথ্যচিত্র 'নিষিদ্ধ' বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ তারপরেই বিভিন্ন সোশ্যাল সাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে তথ্যচিত্রটি । বিশ্বভারতীর ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (DSA) পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, এদিন তারা শান্তিনিকেতনের রতনপল্লীতে তথ্যচিত্রটির প্রদর্শন করবে ৷

বিশ্বভারতীতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

বিশ্বভারতীর আচার্য খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর দুই কেন্দ্রীয় মন্ত্রী শান্তিনিকেতনে থাকাকালীন ওই নিষিদ্ধ তথ্যচিত্র অদূরেই প্রদর্শিত করা হবে ৷ কথা ছিল, একদিকে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে যখন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 'ভানুসিংহের পদাবলী' দেখবেন ৷ তখন অদূরেই প্রদর্শিত হবে গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে বিবিসি তৈরি তথ্যচিত্র ।

বিশ্বভারতীতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

এই খবর ছড়িয়ে পড়তেই ঘুম ছুটেছিল প্রশাসনের । জানা গিয়েছে, তথ্যচিত্রটি প্রদর্শন না করার জন্য ছাত্র সংগঠনের নেতাদের উপর প্রবল চাপ সৃষ্টি করেছিল কেন্দ্র ও রাজ্য প্রশাসনের আধিকারিকেরা ৷ অবশেষে পুলিশ বাহিনী ও বিশ্বভারতীর নিরাপত্তারক্ষী মোতায়েন করে বন্ধ করে দেওয়া হয় তথ্যচিত্রের প্রদর্শন ।

বিশ্বভারতীতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

বিশ্বভারতীর ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য শুভ নাথ বলেন, "আমরা আগেই ঘোষণা করেছিলাম দ্য মোদি কোয়েশ্চেন দেখাব । কিন্তু পুলিশ আমাদের দেখাতে দিল না ৷ যাতে না দেখাই তার জন্য প্রথমে বহু ভাবে চাপ সৃষ্টি করে ৷ পরে পুলিশ মোতায়েন করে আর বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা আমাদের প্রদর্শনের জিনিসপত্র আনতে দেয়নি ৷ কারণ, সত্য সামনে চলে আসবে ৷ তাই প্রশাসনের এত মাথা ব্যাথা । তবে আমরা হাল ছাড়ব না ৷ আবার দিন ঠিক করে দেখাব এই তথ্যচিত্র ।"

আরও পড়ুন:বৃহস্পতিবার বিশ্বভারতীতে রাজনাথ, অনতিদূরেই প্রদর্শিত হবে 'দ্য মোদি কোয়েশ্চেন'

Last Updated : Feb 23, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details