বোলপুর, 4 জুন : বাউল শিল্পীদের পীঠস্থান হিসেবে পরিচিত বোলপুর-শান্তিনিকেতন । করোনা আবহের জেরে দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ বাউল গানের আসর থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান । সোনাঝুরির হাট, কোপাই, আমার কুটির প্রভৃতি জায়গায় বাউল শিল্পীরা থাকলেও, বসে না আসর । এককথায় কার্যত অনাহারে দিন কাটাচ্ছে বাউল শিল্পীদের পরিবার। বাউল শিল্প শেষ হয়ে যাবে, আক্ষেপের সুর শিল্পীদের গলায় ৷
সকাল হলেই বোলপুর-শান্তিনিকেতনের আনাচে-কানাচে বিশেষ করে সোনাঝুরির হাট, কোপাই নদীর তীরবর্তী এলাকা, আমার কুটির প্রভৃতি জায়গায় বাউল গানের সুর ভেসে উঠত । করোনা আবহের জেরে দীর্ঘ দেড় বছর ধরে এই এলাকাগুলিতে যেন সুরহীনতায় ভোর হচ্ছে । বহুদিন ধরে পর্যটকশূন্য শান্তিনিকেতন । তাই পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রগুলিতে বাউল শিল্পীরা থাকলেও আগের মত আসর আর বসে না ।
এই এলাকায় প্রায় 500 থেকে 600 জন বাউল শিল্পী ও যন্ত্রবাদকের বাস । সমগ্র বোলপুর মহকুমার পরিসংখ্যান অনুযায়ী কমপক্ষে সাড়ে তিন হাজার বাউল শিল্পী ও যন্ত্র শিল্পী এখানে রয়েছেন । দেশের বিভিন্ন প্রান্তে গান করতে যান এখানকার বাউল শিল্পীরা । শুধু ভারতবর্ষ নয়, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশ সহ ইউরোপের বিভিন্ন দেশেও অনুষ্ঠান করতে যান শান্তিনিকেতনের বাউল শিল্পীরা ৷