পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"ওরা 1টা গুলি চালালে আমরা 11টা চালাব", তৃণমূল নেতার হুঁশিয়ারি - 11 rounds

কয়েক দিন আগে ইলামবাজারে বিজয় মিছিল করে BJP । এদিন পালটা মিছিল ও পথসভা করে তৃণমূল । সভায় যারা যোগ দিয়েছিল তাদের অনেকের হাতেই বাঁশ ও লাঠি ছিল ।

হাতে বাঁশ ও লাঠি

By

Published : Jun 9, 2019, 1:36 PM IST

Updated : Jun 9, 2019, 1:52 PM IST

ইলামবাজার, 9 জুন : "ওরা একটা গুলি ছুড়লে, একটা বোমা মারলে, আমরা ১১ টা মারব ।" ইলামবাজারে রবিবার তৃণমূল কংগ্রেসের এক পথসভায় দলীয় কর্মীদের এই নিদান দেন দলের ব্লক সাধারণ সম্পাদক দুলাল রায় । সভায় যে তৃণমূলকর্মীরা যোগ দিয়েছিল তাদের অনেকের হাতেই প্রমাণ মাপের লাঠি ছিল ।

লোকসভা নির্বাচনে ফল ঘোষণার পর থেকে বীরভূম জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক সংঘর্ষ । কয়েক দিন আগে ইলামবাজারে বিজয় মিছিল করে BJP । এদিন পালটা মিছিল ও পথসভা করে তৃণমূল । সভায় যারা যোগ দিয়েছিল তাদের অনেকের হাতেই বাঁশ ও লাঠি ছিল ।

দেখুন ভিডিয়ো

সভায় ছিলেন চন্দ্রনাথ সিংহ, ইলামবাজার ব্লক সভাপতি ফজলুল রহমান, ব্লক সাধারণ সম্পাদক দুলাল রায় প্রমুখ।

সভায় দুলাল রায় বলেন, " ওদের (BJP) মোকাবিলা করব এই কথাটা আজ সকলকে ডেকে জানিয়ে দিলাম। ওরা যদি আজ একটা বোমা মারে, গুলি চালায়, লাঠি চালায়, তবে একের পিঠে এক ১১ টা চালিয়ে আমরা প্রতিশোধ নেব । এটাই হচ্ছে আমাদের মূল কথা। এই কথাটা বলার জন্য আমরা আজকে এখানে এসেছি।"

Last Updated : Jun 9, 2019, 1:52 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details