রারই, 8 জুন : আশাতীত সাফল্য আসেনি নির্বাচনে । নিজে পদত্যাগও করতে চেয়েছিলেন । দিদির ধমকও খেয়েছেন । কিন্তু, দমেননি । ফের একবার সংগঠন চাঙ্গা করতে স্বমহিমায় অনুব্রত মণ্ডল । গতকালই বিরোধীদের হুমকি দিয়েছিলেন, "হাত-পা ভেঙে দেব ।" আজ বললেন, "কী করে জিততে হয় আমাদের জানা আছে ।" সেইসঙ্গে তাঁর বক্তব্য, বীরভূমে সব আসনে না জিতলে দল করব না ।
চড়াম চড়াম থেকে গুড় বাতাসা, বোম মারুন থেকে পাঁচনের বাড়ি- ডায়লগে এমনিতেই হিট অনুব্রত । কাজেও করে দেখান । পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক আসন জিতিয়েছেন । লোকসভাতেও দুই আসনে জয় এসেছে তৃণমূলের । তবে, রেজ়াল্ট আগের থেকে খারাপ । তাই, একটু 'হতাশ' অনুব্রত । তবে, কর্মীদের সামনে হতাশা তুলে ধরতে চাইছেন না । প্রতিদিন বৈঠক করছেন । সংগঠনের কাজকর্ম সারছেন । তাঁর টার্গেট যে 2021 ।
আজ মুরারইয়ের ভাদিশ্বর মোড়ে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল হয় । পরে একটি সভা হয় । সেখানে অংশ নেন অনুব্রত । তাঁকে প্রশ্ন করা হয়, নতুন কোনও রসায়ন তৈরি হচ্ছে ? অনুব্রত বলেন, "বোলপুর লোকসভায় একটি বিধানসভায় সামান্য ভোটে আমি পিছিয়ে আছি । ওটা আমি 2021-এ ঠিক করে দেব । সুতরাং, কোনও রসায়ন নয় । কী করে জিততে হয় আমাদের জানা আছে ।"
রাজনৈতিক মহলের মত, বীরভূমে BJP-র প্রভাব বাড়ছে । যদিও তা ধর্তব্যের মধ্যে আনছেন না অনুব্রত । বলছেন, "বীরভূমে কোথায় BJP আছে আমার জানা নেই । গতকাল সাঁইথিয়ায় মিটিং করেছি । সাংবাদিকরা তো ছিল । কত লোক হয়েছিল দেখেছেন তো ? আমি আবার বলছি । দল করতে নিষেধ নেই । কিন্তু ঝামেলা করলে তো ছাড়ব না । দল করার অধিকার সকলের আছে । ওরাও করবে ।"