পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাংসদ নির্বাচিত হলে মেজিয়া শিল্পাঞ্চলে নতুন কারখানা গড়ে তুলব : সুব্রত মুখোপাধ্যায় - BANKURA

"সাংসদ নির্বাচিত হলে শিল্পাঞ্চলের মানুষকে আমি নতুন উপহার দেব। বেশ কিছু নতুন কলকারখানা নির্মাণ করব।" একথা বললেন সুব্রত মুখোপাধ্যায়

সুব্রত মুখোপাধ্যায়

By

Published : Apr 2, 2019, 5:50 AM IST

বাঁকুড়া, ২ এপ্রিল : "সাংসদ নির্বাচিত হলে মেজিয়া শিল্পাঞ্চলে নতুন কারখানা গড়ে তুলব।" প্রচার করতে গিয়ে এই প্রতিশ্রুতি দিলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। গতকাল মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত এক কর্মীসভায় যোগ দেন তিনি। এর আগে এলাকায় রোড শো করেন।

শিল্পাঞ্চল মেজিয়ায় একের পর এক কারখানা বন্ধ। রোজগারহীন একাধিক শ্রমিক পরিবার। মূলত এই ইশুকে সামনে রেখে শিল্পাঞ্চল এলাকাগুলিতে প্রচার চালাচ্ছে লাল ও গেরুয়া শিবির। তবে এই ইশুকে গুরুত্ব দিতে নারাজ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।

ভিডিয়োয় শুনুন সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্য

সুব্রতবাবু বলেন, "সাংসদ নির্বাচিত হলে শিল্পাঞ্চলের মানুষকে আমি নতুন উপহার দেব। বেশ কিছু নতুন কলকারখানা নির্মাণ করব।" শিল্পাঞ্চলে কালো কালির প্রসঙ্গে সুব্রতবাবু বলেন, "স্পঞ্জ আয়রনের কালো কালির সমস্যা একটু আছে ঠিকই তবে তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। শিল্পাঞ্চলের মানুষ যদি আমাকে আশীর্বাদ করেন তাহলে আমি মেজিয়ার জন্য বেশকিছু নতুন কলকারখানা নির্মাণে উদ্যোগী হব। তার মধ্যে কিছু সরকারি কারখানাও থাকবে। বেসরকারি উদ্যোগ নিয়ে আসার চেষ্টা করব।"

ABOUT THE AUTHOR

...view details