শান্তিনিকেতন, 30 জুলাই : 2012 সালে 20 লক্ষ টাকা দিয়ে শান্তিনিকেতনে 'অপা' নামের বাড়িটি কিনেছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ই। প্রকাশ্যে এল বাড়ির সেই দলিল। প্রায়সময়ই রাঙামাটির দেশে এই বাড়িতে সময় কাটাতে আসতেন তারা, এমনটাই স্থানীয় সূত্রে খবর ৷
এসএসসি দুর্নীতিকাণ্ডে রাজ্যের মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হয়েছেন সম্প্রতি ৷ এরপরই রাজ্যের বিভিন্ন জায়গায় পার্থ এবং অর্পিতার নামে-বেনামে নানা সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারী ইডি অফিসারেরা ৷ যার মধ্যে রয়েছে শান্তিনিকেতনও ৷ সেখানে ফুলডাঙায় 'অপা' নামক বাড়িটির সন্ধান আগেই পেয়েছিল তারা ৷ এবার সামনে এল সেই বাড়ির দলিল (House Apa in Shantiniketan named after Partha Chatterjee and Arpita Mukherjee) ৷