পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amartya Sen: অমর্ত্য সেনের পাশে বিদ্বজ্জনেরা; 'জমি কাণ্ডে' ধরনায় গৌতম ঘোষ, শুভাপ্রসন্ন-সহ শাসকদলের মন্ত্রীরাও - চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্য

এবার 'জমি কাণ্ডে' অর্মত্য সেনের পাশে দাঁড়ালেন পরিচালক গৌতম ঘোষ, চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্য-সহ বিদ্বজ্জনেরা ৷ বাউল শিল্পীদের নিয়ে গান-ছবি আঁকার মধ্যদিয়ে 'প্রতীচী' বাড়ির কাছে দু’টি মঞ্চ বানিয়ে চলছে প্রতিবাদ ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : May 6, 2023, 1:37 PM IST

Updated : May 6, 2023, 1:50 PM IST

অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন গৌতম ঘোষ থেকে শুরু করে শুভাপ্রসন্নরা

বোলপুর, ৬ মে: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 'উচ্ছেদের হুঁশিয়ারি' ৷ তারই প্রতিবাদে শনিবার সকাল থেকে নোবেলজয়ীর প্রতীচী বাড়ির কাছেই শুরু হয়েছে ধরনা। সেখানে রয়েছেন পরিচালক গৌতম ঘোষ, চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্য-সহ অন্যান্য বিদ্বজ্জনেরা। বাউল শিল্পীদের নিয়ে গান ও ছবি আঁকার মধ্যদিয়ে 'প্রতীচী' বাড়ির কাছে দু’টি ধরনা মঞ্চ বানিয়ে চলছে প্রতিবাদ ৷ যার একটি মঞ্চে রয়েছেন শিল্পীরা, অন্য মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রয়েছেন দলের বিধায়ক-সাংসদরা ৷

'ভারতরত্ন' অমর্ত্য সেনকে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বেনজির আক্রমণের প্রতিবাদে প্রথম থেকেই সরব হয়েছেন বিভিন্ন সংগঠন। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "অমর্ত্য সেনের বাড়িতে হাত পড়লে আমি ছেড়ে দেব না ।" সেই মুখ্যমন্ত্রীর অনুরোধে এদিন সকাল থেকেই 'প্রতীচী' সামনে ধরনা-অবস্থান শুরু করেছেন বিদ্বজ্জনেরা । বাউল শিল্পী থেকে শুরু করে আদিবাসী নৃত্য শিল্পী, চিত্র শিল্পীদের নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সকাল থেকে চলছে প্রতিবাদ ৷ উপস্থিত রয়েছেন চিত্র পরিচালক গৌতম ঘোষ, চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্য, সমাজকর্মী প্রসূন ভৌমিক-সহ অনেকেই ৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে একটি হনুমান ৷ এমনই একটি প্রতীকী ছবি এঁকে প্রতিবাদ করেন চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্য ।

ধরনায় উপস্থিত গৌতম ঘোষ বলেন, "অমর্ত্য সেন শান্তিনিকেতনের বাসিন্দা । এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ । তাঁর মত মানুষের সঙ্গে এই ভাষায় কথা বলা যায় না ।" চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্য বলেন, "এর শেষ দেখে ছাড়ব ৷ কীভাবে একজন বিশ্ববরেণ্য মানুষকে উপাচার্য দিনের পর দিন জমি দখলকারী বলতে পারেন ৷ এটা বাঙালির অবমাননা । তাই পথে নামতে বাধ্য হয়েছি ।"

আরও পডুন:অমর্ত্য সেনের জমি খালি করার নির্দেশের উপর স্থগিতাদেশ হাইকোর্টের

অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিদ্বজ্জনের তৈরি মঞ্চের পাশেই একটি মঞ্চ তৈরি করা হয়েছে । সেখানে উপস্থিত রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ অসিত মাল-সহ বিধায়ক ও দলের বীরভূম কোর কমিটির সদস্যরা ৷ প্রসঙ্গত, আজ অর্থাৎ 6 মে শনিবার পর্যন্ত সময়সীমা বেঁধে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ার দিয়ে শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে নোটিশ লাগিয়ে দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । তবে বিশ্বভারতীর এই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

Last Updated : May 6, 2023, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details