বোলপুর, ৬ মে: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 'উচ্ছেদের হুঁশিয়ারি' ৷ তারই প্রতিবাদে শনিবার সকাল থেকে নোবেলজয়ীর প্রতীচী বাড়ির কাছেই শুরু হয়েছে ধরনা। সেখানে রয়েছেন পরিচালক গৌতম ঘোষ, চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্য-সহ অন্যান্য বিদ্বজ্জনেরা। বাউল শিল্পীদের নিয়ে গান ও ছবি আঁকার মধ্যদিয়ে 'প্রতীচী' বাড়ির কাছে দু’টি ধরনা মঞ্চ বানিয়ে চলছে প্রতিবাদ ৷ যার একটি মঞ্চে রয়েছেন শিল্পীরা, অন্য মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রয়েছেন দলের বিধায়ক-সাংসদরা ৷
'ভারতরত্ন' অমর্ত্য সেনকে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বেনজির আক্রমণের প্রতিবাদে প্রথম থেকেই সরব হয়েছেন বিভিন্ন সংগঠন। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "অমর্ত্য সেনের বাড়িতে হাত পড়লে আমি ছেড়ে দেব না ।" সেই মুখ্যমন্ত্রীর অনুরোধে এদিন সকাল থেকেই 'প্রতীচী' সামনে ধরনা-অবস্থান শুরু করেছেন বিদ্বজ্জনেরা । বাউল শিল্পী থেকে শুরু করে আদিবাসী নৃত্য শিল্পী, চিত্র শিল্পীদের নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সকাল থেকে চলছে প্রতিবাদ ৷ উপস্থিত রয়েছেন চিত্র পরিচালক গৌতম ঘোষ, চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্য, সমাজকর্মী প্রসূন ভৌমিক-সহ অনেকেই ৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে একটি হনুমান ৷ এমনই একটি প্রতীকী ছবি এঁকে প্রতিবাদ করেন চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্য ।