নানুর, ৮ মার্চ : স্বপ্ন ছিল অলিম্পিকে যাওয়ার। কিন্তু বর্তমানে টোটো চালিয়ে সংসার চালাতে হচ্ছে স্বর্ণপদক জয়ী লোকনাথ হাজরাকে। তিনি তিরন্দাজিতে জাতীয়স্তরের প্রতিযোগিতায় সোনা জিতেছেন। লোকনাথ নানুরের উপকরণ গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা।
টোটো চালিয়ে সংসার চলছে সোনা জয়ী তিরন্দাজের - gold medal
তিরন্দাজিতে জাতীয়স্তরের প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী যুবক বর্তমানে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।
বাবা, মা সহ পাঁচ সদস্যের পরিবার। বাবা অসুস্থ। দাদা সিভিক ভলান্টিয়র। পরিবারের হাল ধরতে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন লোকনাথ। ক্লাস টেনে পড়াকালীন লোকনাথে তিরন্দাজি শেখা শুরু। তিনি বোলপুরে সাই (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া)-এর কেন্দ্রে প্রশিক্ষণ নিতেন। ২০১৩ সালে হরিয়ানায় আয়োজিত ৩৪ তম জাতীয় জুনিয়র তিরন্দাজি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। এছাড়া রাজ্যস্তরের তিরন্দাজি প্রতিযোগিতায় দ্বিতীয়, বাংলা আন্তঃজেলা তিরন্দাজি প্রতিযোগিতায় প্রথম হন তিনি। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনেও তাঁর নাম নথিভুক্ত হয়।
কিন্তু এই সাফল্যের পরেও সরকারের কোনও দপ্তর থেকে সাহায্য মেলেনি। তাই বর্তমানে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন লোকনাথ। তিনি বলেন, "কোনও সাহায্য না পেয়ে স্বপ্ন বিসর্জন দিয়েছি। এখন টোটো চালিয়ে সংসার চলছে।"