নানুর , 18 এপ্রিল : লকডাউনে দুস্থ মানুষের সহযোগিতা করতে নানুরের পাপুড়ি গ্রামে বিনামূল্যের বাজার বসালেন তৃণমূল নেতা কাজল শেখ ৷ এই বাজারে এসে মানুষ নিজের প্রয়োজনের চাল, আলু, পেঁয়াজ, সবজি প্রভৃতি নিয়ে যাচ্ছেন ৷ সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারে গ্রামবাসীদের প্রবেশ করানো হচ্ছে ।
কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে ৷ 3 মে পর্যন্ত লকডাউন চলবে ৷ এই লকডাউনের জেরে কাজ বন্ধ ৷ ফলে দুস্থ মানুষগুলি সমস্যায় পড়েছে ৷ তবে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ৷ এবার তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নানুরের পাপুড়ি গ্রামের তৃণমূল নেতা কাজল শেখ ৷ তাঁর নেতৃত্বে নানুরের পাপুড়ি গ্রামে বড় একটি বাজার বসানো হয়েছে । এই বাজারে বিনামূল্যে বিভিন্ন খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে । নানুরে 11 টি গ্রাম পঞ্চায়েতের মানুষ এসে এখান থেকে প্রয়োজনীয় চাল , ডাল , আলু , তেল , সবজি নিয়ে যাচ্ছেন । সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকছে এই বাজার ৷ সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রামবাসীদের বাজারে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ৷ এছাড়া, বাজারে মানুষকে নানাভাবে সচেতন করা হচ্ছে ৷
লকডাউনে দুস্থদের জন্য বিনামূল্যে খোলা বাজার নানুরে
লকডাউনের জেরে কাজ বন্ধ থাকায় খাদ্য সংকটে ভুগছে দুস্থ মানুষগুলি ৷ তাদের সাহায্যের জন্য এবার বিনামূল্যের বাজার বসালেন নানুরের পাপুড়ি গ্রামের তৃণমূল নেতা কাজল শেখ ৷ সকাল থেকে বিকেল পর্যন্ত এই বাজার খোলা থাকছে ৷ নানুরে 11 টি গ্রাম পঞ্চায়েতের মানুষ এসে এখান থেকে প্রয়োজনীয় চাল , ডাল , আলু , তেল , সবজি নিয়ে যাচ্ছেন ।
বিনামূল্যে খোলা বাজার
কাজল শেখ বলেন, "বিনামূল্যে খোলা বাজার বসানো হয়েছে যাতে মানুষ এখান থেকে প্রয়োজনীয় জিনিস নিতে পারে ৷ যত দিন লকডাউন চলবে এই বাজার খোলা থাকবে ।"