পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিপুল পরিমাণ বিস্ফোরক উপকরণ উদ্ধার, লুকিয়ে রাখা ছিল গুদামে - seized

11 হাজার 900 কেজি অ্যামোনিয়া নাইট্রেট এবং 80 হাজার ডিটোনেটর উদ্ধার করেছে পুলিশ । বীরভূমের রামপুরহাট থানার বড়জোল গ্রামের কাছে একটি গুদাম থেকে বিস্ফোরক তৈরির ওই সমস্ত উপকরণ উদ্ধার করা হয় ।

বিপুল পরিমাণ বিস্ফোরক উপকরণ উদ্ধার

By

Published : Jul 10, 2019, 3:21 AM IST

Updated : Jul 10, 2019, 3:36 AM IST

রামপুরহাট, 10 জুলাই : বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করল রামপুরহাট থানার পুলিশ । 11 হাজার 900 কেজি অ্যামোনিয়া নাইট্রেট এবং 80 হাজার ডিটোনেটর উদ্ধার করেছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বেআইনি পাথর খাদানে ব্যবহারের জন্য সেগুলি মজুত করা হয়েছিল ।

বীরভূমের রামপুরহাট থানার বড়জোল গ্রামের কাছে একটি গুদাম থেকে বিস্ফোরক তৈরির ওই সমস্ত উপকরণ উদ্ধার করা হয় । তবে এই ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ । গুদাম মালিকের খোঁজ চলছে ।

কয়েকদিন ধরে বীরভূম পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে । এর আগে অভিযানে সকেট ও সুতলি বোমা উদ্ধার করেছে পুলিশ । তারপর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ বিস্ফোরক তৈরির ওই সমস্ত উপকরণ উদ্ধার করে ।

Last Updated : Jul 10, 2019, 3:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details