লাভপুর, ৩ মার্চ : বাজি তৈরির কারখানায় আগুন লেগে বিস্ফোরণ ঘটল। এই বিস্ফোরণের জেরে দুটি বাড়ির প্রায় সমস্ত কিছু পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে লাভপুরের পুণ্যগ্রামে।
বাজি তৈরির অবৈধ কারখানায় আগুন, বিস্ফোরণে ভেঙে পড়ল বাড়ি - fire crackers
বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে লাভপুরের পুণ্যগ্রামে।
আগুনে ভেঙে পড়েছে বাড়ি
জানা গেছে, ওই বাড়িতে অবৈধভাবে বাজি তৈরির কারখানা চলছিল। সেখানে বস্তা ভরতি বারুদ মজুত ছিল। আচমকা গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে বাড়িতে আগুন লেগে যায়। সেই আগুন থেকেই বাজিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে বাড়িটি ভেঙে পড়ে। আগুন পাশের একটি মাটির বাড়িতেও ছড়িয়ে পড়ে। দুটি বাড়ির সমস্ত কিছু পুড়ে গিয়েছে।
গ্রামবাসীরাই আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে লাভপুর থানার পুলিশ ঘটনাস্থানে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।