পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিউড়ি জেলা আদালতের সরকারি আইনজীবীকে শোকজ় কমিশনের - anubarata

অনুব্রত মণ্ডলের নির্দেশের জেরে সিউড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়কে শোকজ় করল নির্বাচন কমিশন।

মলয় মুখোপাধ্যায়

By

Published : Mar 20, 2019, 11:32 PM IST

সিউড়ি, ২০ মার্চ : মঞ্চ থেকে দলীয় কর্মীকে জামিন করিয়ে দেওয়ার জন্য সরকারি আইনজীবীকে নির্দেশ দিয়েছিলেন। অনুব্রত মণ্ডলের এই নির্দেশের জেরে সিউড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়কে শোকজ় করল নির্বাচন কমিশন।

১৭ মার্চ সিউড়ির একটি কর্মীসভা থেকে অনুব্রতবাবু সিউড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়কে উজ্জ্বল কাদেরীকে জামিন করানোর নির্দেশ দেন। মলয় মুখোপাধ্যায় সরকারি আইনজীবী তথা তৃণমূলের জেলা সহ সভাপতি। একই মঞ্চে বসে অনুব্রত মণ্ডল সরকারি আইনজীবীকে দলের কর্মীকে জামিন করানোর নির্দেশ দিচ্ছেন এটা নির্বাচনী বিধি ভঙ্গ বলে অভিযোগ ওঠে। কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে অভিযোগও করা হয়। তার জেরেই মলয় মুখোপাধ্যায়কে শোকজ় করল নির্বাচন কমিশন।

কাঁকরতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে বিস্ফোরণ ও খয়রাশোলে তৃণমূলের ব্লক সভাপতি দীপক ঘোষ খুনের ঘটনায় নাম জড়িয়েছিল উজ্জ্বল কাদেরির। নভেম্বর মাসে বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দলের এক কর্মীসভা থেকে অনুব্রত মণ্ডল বলেন, "উজ্জ্বল কাদেরি বোম মারার নায়ক। তাকে গ্রেপ্তার কর।" পরে সেই উজ্জ্বল কাদেরিকে আবার জামিন করানোর নির্দেশ দেন অনুব্রত মণ্ডল। সেইসময় মঞ্চে উপস্থিত ছিলেন মলয় মুখোপাধ্যায়। একই মঞ্চে বসে অনুব্রত মণ্ডল সরকারি আইনজীবীকে দলের কর্মীকে জামিন করানোর নির্দেশ দিচ্ছেন এটা নির্বাচনী বিধি ভঙ্গ বলে অভিযোগ ওঠে। এই মর্মে কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে অভিযোগও করা হয়। আজ সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়কে শোকজ় করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

এই বিষয়ে মলয় মুখোপাধ্যায় বলেন, "আমাকে শোকজ় করা হয়নি। কংগ্রেসের কোনও এক সম্পাদক অভিযোগ করেছিলেন। আমার কাছে শুধু জানতে চাওয়া হয়েছে। আমি সেইদিন ওই সভায় উপস্থিত ছিলাম না। যে মামলার কথা বলা হয়েছে ওটা এখনও জেলা আদালতে আসেনি। তপন গোস্বামী এই মামলার ডিফেন্ড করছিলেন সুতরাং আমাকে জিজ্ঞেস করার কোনও প্রশ্নই ওঠে না।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details