বোলপুর, 17 অক্টোবর : " যদি কেউ অভিমান করে থাকে, রাগ করে থাকে, তাকে দলে ফিরিয়ে নিন । প্রয়োজনে আমি যাব । বুথভিত্তিক কর্মীসভা থেকে দলের নেতাদের এমনটাই নির্দেশ দিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । পাশাপাশি, BJP কে ভেড়ার দল বলে কটাক্ষ করেন তিনি । 2021 - এ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার নির্দেশ দিলেন অনুব্রত ।
গোষ্ঠীকোন্দল মিটিয়ে নেওয়ার নির্দেশ অনুব্রতর - বোলপুর
আজ বোলপুর উচ্চ বিদ্যালয়ের একটি কর্মী সম্মেলন ছিল । সেই কর্মী সম্মেলনে যোগ দেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ।
আজ বোলপুর উচ্চ বিদ্যালয়ের একটি কর্মী সম্মেলন ছিল । সেই কর্মী সম্মেলনে যোগ দেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ । সামনে বিধানসভা নির্বাচনে দলের গোষ্ঠীকোন্দল মিটিয়ে নেওয়ার নির্দেশ দিলেন অনুব্রত মণ্ডল । কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, " বোলপুর বিধানসভায় 80 থেকে 90 হাজার ভোটে জিতবে । কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য ভাবে । "
এরপর দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, " কোনও বুথ স্তরের কর্মী যদি দূরে সরে থাকে, রাগ করে থাকে, অভিমান করে থাকে, তাকে বুঝিয়ে দলে ফিরিয়ে নাও । প্রয়োজনে দলের পার্টি অফিসে ডাকো । আমি যাব, কথা বলব । " কর্মী সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নে অনুব্রত মণ্ডল বলেন, " BJP পাগল ছাগলের দল, ভেড়ার দল । চোখ বুজে থাকে । দেশের কথা ভাবে না, মানুষের কথা ভাবে না । "