বোলপুর, 24 অক্টোবর : রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত 'বাউল সম্রাট' পূর্ণদাস বাউলের জমি দখলের ঘটনায় নিন্দার ঝড় শিল্পীমহলে । বাউলের দেশ বীরভূমে বাউলেরই জমি দখল হয়ে যাচ্ছে । যা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন বাউল সম্প্রদায়ের মানুষজন । বীরভূমে বাউলের জমি দখল মেনে নেওয়া যায় না বলছেন তাঁরা । সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও নিন্দার ঝড় উঠেছে । নিন্দা করে ফেসবুকে পোস্ট করেছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা ।
বীরভূমের ইলামবাজার থানার কামারপাড়া এলাকায় 4 বিঘা জমি রয়েছে পদ্মশ্রী ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী পূর্ণদাস বাউলের । তাঁর অভিযোগ 2006 সাল থেকে অল্প অল্প করে জবর দখল হয়ে যাচ্ছে সেই জমি । জমি দখল করে গড়ে উঠছে কংক্রিটের দোকান, ঘর ও আবাসন প্রভৃতি । বীরভূমের জেলাশাসক থেকে শুরু করে বোলপুরের মহকুমাশাসক, ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দফতর ও ইলামবাজার থানায় এই নিয়ে লিখিত অভিযোগও দায়ের করেছেন বর্ষীয়ান এই শিল্পী । কিন্তু কোনও ফল হয়নি বলে আক্ষেপ তাঁর । শুক্রবার সরোজমিনে তিনি নিজের দখল হওয়া জমি দেখতে গেলে নড়েচড়ে বসে প্রশাসন ।
আরও পড়ুন :Purna Das Baul : 'বাউল সম্রাট' পূর্ণদাস বাউলের জমি দখলের অভিযোগ ইলামবাজারে