পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে অবসাদ, বীরভূমবাসীর প্রতিভা বিকাশে জেলা পুলিশ - সিউড়ি

মানুষের মনোবল বাড়াতে ও অবসাদ কাটাতে অভিনব উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশ । যারা কবিতা লিখতে পারেন, ছবি আঁকতে পারেন, গান গাইতে পারেন, আবৃত্তি করতে পারেন তারা সেগুলি বীরভূম পুলিশের কন্ট্রোল রুম নম্বর বা ‘‘বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশ’’ এই ফেসবুক পেজে মেসেজ করে পাঠাতে পারবেন । দেওয়া হবে শংসাপত্র ও স্মারক ।

District police initiate to showcase talent in lockdown
লকডাউনে অবসাদ কাটাতে বীরভূমবাসীর প্রতিভা তুলে ধরার উদ্যোগ জেলা পুলিশের

By

Published : Apr 6, 2020, 8:10 PM IST

সিউড়ি, 6 এপ্রিল : লকডাউনে অবসাদ কাটাতে মানুষজনের বিভিন্ন কলাকুশলী, প্রতিভাকে তুলে ধরার উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশ। পুলিশের কন্ট্রোল রুম নম্বর কিংবা ‘‘বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশ’’ এই ফেসবুক পেজে মেসেজ করে কবিতা, গান, আবৃত্তি, ছবি এঁকে পাঠাতে পারবেন বীরভূমবাসী ৷ বাছাই করা কবিতা, ছবি, আবৃতি ওয়াল ম্যাগাজিনের মাধ্যমে প্রকাশ করবে বীরভূম পুলিশ । এমনকী, তাদের দেওয়া হবে শংসাপত্র ও স্মারক ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দীর্ঘ লকডাউনে সমগ্র দেশ । 100 বছরের ইতিহাসে এমনটা হয়নি । তাই স্বাভাবিকভাবেই বহু মানুষ অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন বাড়ি থেকে । মানুষের মনোবল বাড়াতে ও অবসাদ কাটাতে অভিনব উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশ । যাঁরা কবিতা লিখতে পারেন, ছবি আঁকতে পারেন, গান গাইতে পারেন, আবৃত্তি করতে পারেন তারা সেগুলি বীরভূম পুলিশের কন্ট্রোল রুম নম্বর বা ‘‘বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশ’’ এই ফেসবুক পেজে মেসেজ করে পাঠাতে পারবেন । পুলিশের তরফে এগুলির মধ্যে থেকে বাছাই করা লেখা, গান, আবৃত্তি ওয়েব ওয়াল ম্যাগাজিনের মাধ্যমে প্রকাশ করা হবে । পাশাপাশি বীরভূম পুলিশের পক্ষ থেকে এই সকল মানুষদের হাতে তুলে দেওয়া হবে শংসাপত্র ও স্মারক । এতে মানুষজন উৎসাহিত হবেন । লকডাউনের সময় বীরভূম পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই ।

জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, ‘‘দীর্ঘ লকডাউনে মানুষজন ডিপ্রেশনে চলে গেছেন। সেটা কাটিয়ে ওঠার জন্য তাদের প্রতিভাকে আমরা তুলে ধরছি। এছাড়া তাঁদের সার্টিফিকেট ও স্মারক দিয়ে উৎসাহিত করছি ।’’

ABOUT THE AUTHOR

...view details